চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> চাঁপাইনবাবগঞ্জে কোন ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। প্রায়দিন চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে দূর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মৃতের সংখ্যা। আর এই মৃত্যুর মিছিলে রোববার দিবাগত রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আব্দুল মান্নান নামে শিবগঞ্জের আরো একজন নিহত হয়।নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের মড়লপাড়ার মৃত মোসাহাকের ছেলে আব্দুল মান্নান ওরফে মান্নু(৫২)।নিহত মান্নু’র ভাগিনা তারিফ জানান, মামা বিভিন্ন স্থানে আমের আড়তে মালবাহী যানবাহন ভাড়ার জন্য ব্যবস্থা করতেন। রাতে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে ঘোড়াস্ট্যান্ড নামক স্থানে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো।রাত ২ টার পর স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে মারা যায় মামা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এস.আই জসিম উদ্দীন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, শনিবার সকালে সোনামসজিদ থেকে ছেড়ে আসা কানসাট গামী পাওয়ার টিলারের সাথে ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষ এই দূর্ঘটনায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২)।###
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ায় এই দূর্ঘটনা ঘটে।মৃত ইমাম শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ার মোঃ কাদেল হোসেনের ছেলে ও চককীর্ত্তি নামোটোলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইরুল ইসলাম(২০)।স্থানীয়রা জানান, মৃত মোঃ সাইরুল ইসলাম পাশের বাড়িতে একটি হোল্ডারে বøাপ লাগাচ্ছিল। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদু্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সাথে সাথে মারা যায়।এব্যাপারে চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান (আনু মিঞা) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চককীর্ত্তি নামোটোলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইরুল ইসলাম মারা গেছেন। আমি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে আমাকে জানিয়েছেন।এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ইতিমধ্যেই বিষয়টি তিনি জেনেছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।###
তারাগঞ্জ (রংপুর) থেকে >>> রংপরের তারগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের গত ২ বছর পূর্বে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান পারভেজ কন্সট্রাকশন। হাজারও অনিয়মের মধ্য দিয়ে নির্মাণ কাজটি সম্পূর্ণ করতে পারেনি। এখনও ৮-১০ মাস সময় লাগবে নির্মাণ কাজ শেষ করতে, জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পুরাতন মসজিদ ভেঙ্গে মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ায় নতুন মসজিদে নামাজ পড়ার অপেক্ষায় দিন গুনছে হাজারো মুসল্লি। রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভিতরে মডেল মসজিদটির নির্মাণ কাজ চলছে। এর আদি গঠন তিনটি গম্বুজ ও একটি বিশাল মিনার স্থাপিত হচ্ছে। এত বড় মসজিদ পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দিত। পাশাপাশি নারীদের ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে বলেও মনে করছেন স্থানীয়রা। এর মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক পৃথক অজুর স্থান ও গবেষনা কেন্দ্র। শিশু শিক্ষা, বিদেশি পর্যটকদের আবাসন, অতিথিশালা, হজ্জ যাত্রীদের নিবন্ধন কেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা থাকিবে। জমির ধরণভেদে প্রতিটি মসজিদ নির্মাণের জন্য ব্যয় হচ্ছে ১২ থেকে ১৬ কোটি টাকা। ৫৬০ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে সারা দেশে একই সংঙ্গে ৪০০ টি মসজিদের কাজ শুরু হয়েছে। গত ২০২১ সালে মধ্যে প্রায় ৩৯৯ টি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও তারাগঞ্জের মডেল মসজিদের কাজ তিনভাগের দুইভাগও এখন পর্যন্ত শেষ করতে পারেনি, বলে স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন। অনেক মুসল্লিরা মোখিক অভিযোগ করে বলে, বদরগঞ্জ উপজেলার ঠিকাদার, প্রভাবশালী চৌধুরী পরিবারের হওয়া সত্তে¡ও নি¤œমানের বালু, সিমেন্ট, ইট ব্যবহার করে কাজ করলেও গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা কথা বলার সাহস পাচ্ছে না, ঠিকাদার খেয়াল খুশি মত ধীর গতিতে কাজ চালিয়ে যাচ্ছে, দেখার ও বলার কেউ নেই।নির্মাণ শ্রমিকের হেড মিস্ত্রী মোঃ নুরুজ্জামান জানান, আগামী ৮-১০ মাসের মধ্যে মডেল মসজিদের কাজ শেষ হবে, ইনশাআল্লাহ। নি¤œমানের বালু সিমেন্ট, ইট ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে অপরাগতা প্রকাশ করেন।সাইড ম্যানেজার জিয়াউল হক জানান, দীর্ঘ ২২ মাস থেকে এই মসজিদের নির্মাণ কাজ চলছে, কিন্তু শ্রমিক কম থাকায় কাজ ধীর গতিতে এগিয়ে চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস পারভেজ কন্সট্রাশনের মালিক লিংকন চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, মসজিদের নির্মাণ কাজ দ্রæত চলছে। কাজ শেষ হতে আরও ৮-১০ মাস সময় লাগবে। অনিয়মের ব্যাপারে কথা বললে তিনি বলেন, কোন অনিয়ম হচ্ছে না, ইস্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার একরামুল হক মুঠোফোনে জানান, এই মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রæত গতিতে চলছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মসজিদটি উদ্বোধনের কথা রয়েছে। এ উপজেলার মডেল মসজিদটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা ###
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ-সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সুজন আওয়ামীলীগ, বিএনপি বা কোন রাজিৈনক দলের পক্ষে বিপক্ষে নয়, সুজন নাগরিক অধিকার আদায়ের পক্ষে। তিনি বলেন, সুশাসন বলতে গণতান্ত্রিক শাসন, আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ, ক্ষমতার নায্যতা, স্বচ্ছতা জবাবদিহীতা ও জনগনের কার্যকর অংশ গ্রহণ। নাগরিকদের এই অধিকার গুলো আদায়ে সুজন কাজ করে থাকে। সেই সাথে সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি যেন নির্বাচিত হতে পারে তা নিয়েও কাজ করে। বুধবার সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । সুশাসনের জন্য নাগরিক সুজন পাঁচবিবি উপজেলা কমিটির আয়োজনে জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে পাঁচবিবি বটতলীস্থ রোস্তম আলীর ডিপার্টমেন্টাল ষ্টোরের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী আছির রহমান, পতœীতলা থানার পিস এমবেসেডর শাহানা পারভীন, সুজন এর জেলা কমিটির সহ-সভাপতি আজাদ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, পাঁচবিবি উপজেলা কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সাধারণ সম্পাদক সাংবাদিক বদরুদ্দোজা সবুজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম দুলাল ও থানা পুলিশের এস আই সুশান্ত সরকার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী।###
গোপালগঞ্জ প্রতিনিধি >>> গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে “হৃদয়ে বৈশাখ” নামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ই এপ্রিল) বিকাল থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় মাঠে বসেছে বৈশাখী মেলা। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, বিষেশ অতিথি ছিলেন সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি, বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার, সাতপার বাজার কমিটির সভাপতি পালু বিশ্বাসসহ বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর সকল সদস্যগণ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নির্মলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ, ২০০৬ সাল থেকে সুস্থ সংস্কৃতি চর্চা, মানবিক সমাজ বিনির্মানের জন্য উদ্যোগ গ্রহন করে একঝাক যুবকের হাত ধরে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর যাত্রা শুরু হয়। ওই ইউনিয়নের সকল সামাজিক কাজ, দরিদ্রদের শীত বস্ত্র বিতরণ, শিক্ষার মানোন্নয়নে কাজ করা, যে কোন জাতীয় সংকটে রাজ পথে থাকা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহোযোগিতা, সামাজিক বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠী। করোনাকালীন মহামারী সময় দরিদ্রদের মাঝে খাদ্য ও করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ করে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠী। এরা সাতপাড় ইউনিয়নের সকল উন্নয়ন কজে সর্বদা ব্যাস্ত থাকে।###
গোপালগঞ্জ প্রতিনিধি >>>পঞ্জকিা মতে বৃহস্পতবিার সন্ধ্যায় প্রতি বছররে বশৈাখ সংক্রান্তরি উপলক্ষ্যে সদর উপজলোর সাতপাড় পশ্চমিপাড়া গ্রামরে কালা বশ্বিাসরে বাড়ি আয়োজন করা হয় নীল পূজা।পূজা শষেে লোহা দয়িে তরৈী দুটি করে বড়শি ফোরানো হয় দুই যুবকরে পঠি।ে পরে মন্দরিরে পাশরে একটি মাঠে গাছ দয়িে বানানো চৌকাঠরে দুই মাথায় রশি দয়িে বঁেধে ঝুলয়িে দওেয়া হয় ওই দুই যুবক ক।ে পরে অপর প্রান্তরে রশি দয়িে বঁেধে ঘুরানো হয় কয়কে দফা। গোধূলী র্পযন্ত চলে এ চড়ক ঘুড়ানো।এ চড়ক ঘুল্লী ও মলো দখেতে গোপালগঞ্জ জলোর বভিন্নি এলাকার শশিু-নারীসহ হাজার হাজার মানুষ ভীড় জমান। এ চড়ক ঘুল্লীকে কন্দ্রে করে বসে গ্রামীন মলো। খাবার, গহনা, মষ্টিরি দোকান ও মাটরি খলেনা সহ বসে বভিন্নি দোকান।মেলায় ঘুরতে আশা শান্তুনু রায় বলেন, আমি প্রতি বছর আমাদের হিন্দু ধর্ম র্ধমাবলম্বীদরে নীল পূজা ও চড়ক ঘুল্লী দেখতে আসি। প্রতি বছর সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে কালা বিশ্বাসের বাড়িতে নীল পূজা হয় ও পূজা শেষে চড়ক ঘুল্লি হয়। এ চড়ক ঘুল্লি উপলক্ষে এখানে গ্রামীন মেলাও বসে।সাতপাড় ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি বলেন, করোনার কারনে দুই বছর কোন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ ছিল। এবছর সকল ধর্মীয় অনুষ্ঠানে ধর্মালম্বীদের ভির চোখে পড়ার মত। সাতপাড় পশ্চিমপাড়া কালা বিশ্বাস প্রতি বছর বশৈাখ সংক্রান্তরি উপলক্ষে নীল পূজা ও চড়ক ঘুল্লি অনুষ্ঠান করে আসছে। এবছর আমাদের সাতপাড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজাকে সাফল্য করতে সর্বদা কাজ ####
গোপালগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শুরু হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ¯œানোৎসব ও তিন তিনব্যাপী মহাবারুণী মেলা। গত দুই বছর করোনা ভাইরাসের কারণে ¯œানোৎসব স্থগিত ছিল। তবে এ বছর মঙ্গলবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শ্রী হরিচাঁদ ঠাকুরের এ ¯œানোৎসব ও বারুণী মেলা। এ উপলক্ষে কয়েকদিন আগে থেকে শ্রীধাম ওড়াকান্দিতে হাজার হাজার মতুয়া ভক্তরা আসতে শুরু করেছেন। ঠাকুরবাড়ি ঘেঁষে বসেছে কয়েক হাজার দোকানপাট। জানা গেছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওড়াকান্দিতে এ ¯œানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়। এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাবোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে ঘিরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মতুয়া ভক্তের আগমন ঘটবে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ¯œানোৎসবে যোগ দিতে হাজার হাজার মতুয়া ভক্ত ও অনুসারীরা দূর-দূরান্ত থেকে এসে ঠাকুর বাড়িতে সমবেত হয়েছেন। কেউ কেউ ঠাকুর বাড়িতে বিছানা পেতে ¯œানের অপেক্ষায় আছেন। কেউ কেউ দোকানপাট পেতে বসেছেন। ¯œান উৎসবকে ঘিরে ঠাকুর বাড়ির পাশ ঘেঁষে ৬০ একর জায়গাজুড়ে বসেছে লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরী জিনিসপত্র ও খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টি দোকান, হোটেল-রেস্তোরার দোকান বসেছে। বাগেরহাটের মোড়েলগঞ্জের আমবাড়িয়া গ্রাম থেকে আসা বিপুল কুমার মিস্ত্রী বলেন, আমি প্রতি বছর ওড়াকান্দি ঠাকুর বাড়িতে আসি। গত বছর করোনার কারণে আসতে পারিনি। এবার কয়েকদিন আগেই এখানে চলে এসেছি। ঠাকুরের পূর্ণভূমিতে আসতে পেরে খুবই ভাল লাগছে। উৎসবকে সঠিকভাবে সম্পন্ন করতে ঠাকুর বাড়ি এলাকায় বসানো হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মতুয়া সংঘের ২ শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করবেন। স্নানোৎসব ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার জানান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবোৎসব উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভক্তদের জন্য বিশুদ্ধ খাবার পানি, প্রস্রাব-পায়খানা ও স্নান করে মহিলাদের কাপড় পাল্টানোসহ সকল ধরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, করোনার কারণে পর পর দু’বছর ¯œানোৎসব ও বারুণী মেলা বন্ধ থাকায় এবার বেশি লোকের আগমন ঘটবে বলে আশা করছি। অন্যান্য বারের চেয়ে এবার কয়েক লাখ বেশি মানুষের আগমন ঘটতে পারে। বিশে^র প্রায় ১০টি দেশ থেকে মতুয়া ভক্তরা এ ¯œানোৎসবে যোগদান করবেন। গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্নানোৎসবে আগত পূর্ণার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে। রোগীদের হাসপাতালে নেয়ার জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, স্নানোৎসবকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ঠাকুরবাড়ি ও তার আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শনে আসেন। সেখানে তিনি হরিমন্দিরে পূজা-অর্চনা করেন ও ঠাকুর বাড়ির সদস্য এবং মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
নীলফামারী প্রতিনিধি >>> নীলফামারীর সৈয়দপুরে টিকটক বানাতে গিয়ে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোরের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খরখরিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম খদ্দ বোতলাগাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপিরে সাবান তৈরির কারখানায় কাজ করতো বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর নির্মিত দিঘলডাঙ্গী ব্রিজ থেকে লাফ দেয় মোস্তাকিম। কিন্তু লাফিয়ে পড়ার পর ভেসে না ওঠায় স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে খুঁজে পায় স্থানীয়রা। ইতোমধ্যে সৈয়দপুর ফায়ার সার্ভিস থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মোস্তাকিমকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি। নদীতে পানি কম থাকায় লাফ দেওয়ার পর আঘাত পেয়ে আহত হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
বিস্তারিত...গোপালগঞ্জ প্রতিনিধি >>>পঞ্জকিা মতে বৃহস্পতবিার সন্ধ্যায় প্রতি বছররে বশৈাখ সংক্রান্তরি উপলক্ষ্যে সদর উপজলোর সাতপাড় পশ্চমিপাড়া গ্রামরে কালা বশ্বিাসরে বাড়ি আয়োজন করা হয় নীল পূজা।পূজা শষেে লোহা দয়িে তরৈী দুটি করে বড়শি ফোরানো হয় দুই যুবকরে পঠি।ে পরে মন্দরিরে পাশরে একটি মাঠে গাছ দয়িে বানানো চৌকাঠরে দুই মাথায় রশি দয়িে বঁেধে ঝুলয়িে দওেয়া হয় ওই দুই যুবক ক।ে পরে অপর প্রান্তরে রশি দয়িে বঁেধে ঘুরানো হয় কয়কে দফা। গোধূলী র্পযন্ত চলে এ চড়ক ঘুড়ানো।এ চড়ক ঘুল্লী ও মলো দখেতে গোপালগঞ্জ জলোর বভিন্নি এলাকার শশিু-নারীসহ হাজার হাজার মানুষ ভীড় জমান। এ চড়ক ঘুল্লীকে কন্দ্রে করে বসে গ্রামীন মলো। খাবার, গহনা, মষ্টিরি দোকান ও মাটরি খলেনা সহ বসে বভিন্নি দোকান।মেলায় ঘুরতে আশা শান্তুনু রায় বলেন, আমি প্রতি বছর আমাদের হিন্দু ধর্ম র্ধমাবলম্বীদরে নীল পূজা ও চড়ক ঘুল্লী দেখতে আসি। প্রতি বছর সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে কালা বিশ্বাসের বাড়িতে নীল পূজা হয় ও পূজা শেষে চড়ক ঘুল্লি হয়। এ চড়ক ঘুল্লি উপলক্ষে এখানে গ্রামীন মেলাও বসে।সাতপাড় ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি বলেন, করোনার কারনে দুই বছর কোন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ ছিল। এবছর সকল ধর্মীয় অনুষ্ঠানে ধর্মালম্বীদের ভির চোখে পড়ার মত। সাতপাড় পশ্চিমপাড়া কালা বিশ্বাস প্রতি বছর বশৈাখ সংক্রান্তরি উপলক্ষে নীল পূজা ও চড়ক ঘুল্লি অনুষ্ঠান করে আসছে। এবছর আমাদের সাতপাড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজাকে সাফল্য করতে সর্বদা কাজ ####
বিস্তারিত...29 -3 -2022>> অনেকেই পোশাকের সঙ্গে মানানসই রঙের নেলপলিশ পরতে ভালবাসেন। তবে নেল পলিশের রং তুলতে গিয়ে যদি দেখেন, রিমুভার ফুরিয়ে গেছে, তা হলেও কোনো চিন্তা নেই। ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যার চটজলদি সমাধান পাওয়া যেতে পারে। ১) টুথপেস্ট: টুথপেস্ট দিয়েও নেলপলিশ তোলা সম্ভব। নখের উপর টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রাখুন। টুথপেস্ট শুকিয়ে যাওয়ার আগেই তুলাা দিয়ে ঘষে ফেলুন। উঠে যাবে নেল পলিশ। ২) লেবু আর ভিনেগার: রান্নাঘরে সহজলভ্য এই দুটি উপাদান দিয়েই নেল পলিশ তুলে ফেলে পারেন। একটি পাত্রে লেবুর রস আর ভিনেগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে কিছু ক্ষণ রেখে তুলো দিয়ে ঘষলে উঠে যাবে নেল পলিশ। ৩) হেয়ার স্প্রে: হেয়ার স্প্রে দিয়ে তুলা ভিজিয়ে নিন। সেই তুলো নখের উপর ঘষলেই উঠে আসবে নেল পলিশ। ৪) স্যানিটাইজার: করোনার কারণে স্যানিটাইজার এখন আমাদের নিত্যসঙ্গী। তবে শুধু জীবাণু দূর করতে নয়, নেলপলিশ তুলতেও ব্যবহার করা যেতে পারে এটি। তুলায় কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢেলে নখের উপর ঘষলে মুহূর্তে উঠে যাবে নেলপলিশ। ৫) বডি স্প্রে: নেল পলিশ তুলতে ডিওড্র্যান্ট বা বডি স্প্রেও দারুণ কাজ করে। নখের উপর ডিওড্র্যান্ট স্প্রে করে তুলো দিয়ে মুছলেই নেলপলিশের রং উঠে যাবে।
বিস্তারিত...।কাওছার হামিদ কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : কথায় আছে যে রাধে সে চুলও বাধে। অভাবের সংসারের ছেলের স্কুলের খরচ ,ইনজিওর সাপ্তাহিক কিস্তি খরচ। এর পরও প্রতিবেশী আপদে বিপদে পাশে দাঁড়ানো সবকিছু সামলে এবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদের ১,২,ও ৪ নম্বর ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন রোজিনা বেগম। নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম। ২০০৫ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন একই গ্রামের বেকার তরিকুলকে। বিয়ের পর চরম অভাবে অনাটনের মধ্যে দিন কাটছিল ওই দম্পতির ।স্বামী তরিকুল ইসলাম রুটির তন্দুরে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। স্বামীর রোজগারেও অভাব যেন কিছুতেই পিছু ছাড়তো না।রোজিনা তখন বাধ্য হয়ে ওয়াল্ডভিশনের লাভলী হুড প্রগ্রাম সদস্য হন।সেখান থেকে তিনি একটি বকনা গরু নিয়ে পালন করেন। ওই গরু থেকে তার তিনটি গরু হয় । এছাড়াও তিনি এসডি এফ এর ক্যাশিয়ার নির্বাচিত হন।তখন একটু একটু করে স্বচ্ছলতা ফিরতে শুরু করে সংসারে। এক সময় তিনি স্বামীকে রুটির তন্দুর থেকে নিয়ে এসে একটি ইজিবাইক কিনে দেন।স্বামীও প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা রোজগার করতে থাকেন।এব্যাপারে কথা হলে রোজিনা বেগম জানায় ,বিয়ের পর পারিবারিক অসন্তোষ লেগেই ছিল।ওই সময় আবার প্রথম সন্তানের জম্ম। অভাবের তারনায় দিশেহারা হয়ে পরেছিলাম ।না পারছিলাম বাবার সংসারে ফিরতে , না পারছিলাম স্বামীকে ছাড়তে। তার মানে এমনটি অবস্থা ছিল শ্যাম রাখি না কুল রাখি । আমার সাংসারিক অবস্থায়ই যখন ভাল নয় প্রতিবেশীদের নানা সমস্যা আমার বিবেককে নাড়া দেয়। একজন মানুষের সমস্যায় আর একজন মানুষ পাশে দাড়ানোকে দায়িত্বঞ্জান মনে করে তাদের সমস্যা লাঘবে চেস্টা করি। বেশির ভাগ ক্ষেত্রে সফল ও হয়েছি । এভাবে আমার কাজ কর্মের কথা এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়ে। ফলে ২০২১ সালে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাকে জয়িতা নির্বাচিত করা হয়। জয়িতা নির্বাচিত হওয়ার পর ওই গ্রামবাসীরাই আমাকে গত নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যা পদে দাড়ানোর উৎসাহ তৈরী করে দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেন।
বিস্তারিত...গরমকালে সানস্ক্রিন যতটা গুরুত্ব পায়, ঠিক ততটাই উপেক্ষিত হয় শীতকালে। অনেকেরই ধারণা, শীতের দিনে সানস্ক্রিন ক্রিম/লোশন লাগানোর প্রয়োজন নেই। কেননা এ সময় সূর্যের তাপ কম থাকে। ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বক সুস্থ, সজীব রাখতে ও স্কিন ক্যানসারের ঝুঁকি এড়াতে গ্রীষ্মের মতো শীতেও সানস্ক্রিন জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কেন শীতেও সানস্ক্রিনের ব্যবহার প্রয়োজন। পাতলা ওজন স্তর ত্বক ধ্বংসাত্মক সূর্যের অতিবেগুনি রশ্মি সারা বছর ধরেই বিকিরিত হয়, এমনকি মেঘাচ্ছন্ন দিনেও। শীতকালীন মেঘ যতই ঘন দেখাক না কেন, তাদেরকে ভেদ করে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত সূর্যের রশ্মি নিচে আসতে পারে। শীতকালে বায়ুর ওজন স্তরের ঘনত্ব সবচেয়ে কম থাকে। এই ওজন স্তরই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। ফলে এই স্তরের ঘনত্ব কম থাকলে অতিবেগুনি রশ্মির প্রভাব যায় বেড়ে। যার মানে হলো, আপনার ত্বক এ ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসছে। অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন ক্রিম/লোশন অত্যন্ত জরুরি। বয়সের ছাপ প্রতিরোধ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে কম। যার ফলে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকে বাড়ে বলিরেখা। তাই শীতকালে সানস্ক্রিন ব্যবহার জরুরি। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে বয়সের ছাপ এড়ানো যায়। ক্যানসার প্রতিরোধ সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, ডিএনএ বারবার ক্ষতিগ্রস্ত হলে স্কিন ক্যানসার সৃষ্টির ঝুঁকি থাকে। সানস্ক্রিন ব্যবহারে অনেকটাই হ্রাস পায় এই সম্ভাবনা। ৯০ শতাংশ নন-মেলানোমা স্কিন ক্যানসারের সঙ্গে সূর্যের অতিবেগুনি রশ্মির যোগসূত্র আবিষ্কার করেছেন গবেষকরা। শীতে সানস্ক্রিন দ্রুত মুছে যায় গরমের দিনে শরীর থেকে ঘাম বের হয়ে সানস্ক্রিন দূর হয়ে যায়। ফলে অনেকে পুনরায় সানস্ক্রিন ব্যবহারে তৎপর হয়ে থাকেন। কিন্তু শীতকালে অনেকে অনুধাবন করেন না যে, শীতের কড়া বাতাসে সানস্ক্রিন আরো দ্রুত নিঃশেষ হয়ে যায়। তাই শীতে শুধু সকালে সানস্ক্রিন ব্যবহার করে সারাদিন নিশ্চিন্তে থাকা যাবে না। ত্বক বিশেষজ্ঞরা এ মৌসুমে ২ ঘণ্টা পরপর ত্বকে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কত এসপিএফ-যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা ভালো? এসপিএফ ১৫-এর বেশি যেকোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। যদি অনেক বেশি সময় রোদে থাকার ব্যাপার থাকে, তাহলে ৩০ থেকে ৫০ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। রোদের সংস্পর্শে আসতে পারে এমন অঙ্গ- যেমন মুখ, গলা, হাতের অনাবৃত অংশে সানস্ক্রিন লাগান। সানস্ক্রিন লাগানোর আগে অল্প করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বকে আদ্রতা বজায় থাকবে। ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন।###
বিস্তারিত...মাদারীপুর প্রতিনিধি >>> মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহাকে স্বরচিত কবিতার সৌজন্য কপি উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেক। বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেকের স্বরচিত ‘আমাদের স্বাধীনতা, আল্লাহর দ্বীদার লাভে কোরবানী, জন্ম যার – মৃত্যু ও তার, এবং স্বপ্নের পদ্মাসেতুসহ মোট চারটি কবিতার সৌজন্য কপি আজ বুধবার সকালে ইউএনওর নিজস্ব কার্যালয়ে বসে তার হাতে তুলে দেয়া হয়। বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেক বলেন, আমি কবিতা লিখে আনন্দ পাই। তাই আমি কবিতা লিখি। আর কবিতার মাধ্যমে এই দেশের অনেক কিছু তুলে ধরে আমার মনে শান্তি পাই।###
তালুকদার মোঃ মাস্উদ, বরগুনা জেলা সংবাদদাতা >>> বরগুনায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ( এস এস কে) সম্প্রসারন ও বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্ট অংশিজনদের সাথে মতবিনিময় ও পরামর্শমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় জেলা শিল্প কলা একাডেমিতে এ মতবিনিময় ও পরামর্শমুলক কর্মশালা অনুষ্টিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব ড. নুরুল আমিন সাবেক সচিব ড,মোঃ শাহাদাত হোসেন। বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন রাসেল ফরাজি, বরগুনা পৌর সভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন,ঢলুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন গরীব অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এসএসকে প্রকল্প চালুকরা হয়েছে। যাচাই করে কার্ড বিতরন করা হবে। কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশিল ব্যক্তিরা অংশ নেয়। ###
ইদ্রিস আলী, কালাই জয়পুরহাট থেকে ফিওে >>> জয়পুরহাট জেলায় নারী শিক্ষায় অগ্রগামী ও অনবদ্য স্বাক্ষর রেখে চমোঃলেছে সদ্য সরকারী হওয়া কালাই মহিলা সরকারী কলেজ। ১৯৯৫ সালে ৫একর জমির উপর স্থাপিত এ কলেজটি এখন বলা চলে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে একটি অলোকবর্তিতা। অধ্যক্ষ নাজিম উদ্দিনের অক্লান্ত শ্রম ও শিক্ষক কর্মচারীদের নিরসল উপজেলা পর্যায়ে কলেজটি ধীরে ধীরে আলো ছড়িয়ে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিতে চলেছে।বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী কোর্স ছাড়াও দুটি বিষয়ে ¯œাতক(সম্মান) শ্রেণিতে প্রায় ১ হাজার ৮শ ছাত্রী পাঠদান কার্যক্রম চালু রয়েছে। রয়েছে মান সম্মত বিজ্ঞানাগার ও লাইব্রেরী । কলেজ ক্যাপা ৩য় তলায় ছাত্রীদের জন্য রয়েছে ১শ সিটের মনোরম পরিবেশের ছাত্রী নিবাস। যেখানের কালাই উপজেলার সহ আসে পাশে উপজেলার ছাত্রীরা অবস্থান করে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। কলেজেটিতে রয়েছে আলাদা আলাদা বিভাগের শিক্ষকদের জন্য আলাদা আলাদা শিক্ষক রুম। শিক্ষার্থী ও শিক্ষকগণকে কম্পিউটারে অধিকতর দক্ষ করার জন্য রয়েছে সু-সজ্জিত শেখ রাসেল ডিজিট্যাল কম্পিউটার ল্যাব। শিক্ষকদের সুবিধার জন্য প্রতিটি কক্ষে রয়েছে সাউন্ড সিস্টেম ও ওয়াই ফাই কানেকশন এবং বিদ্যূতের বিকল্প হিসাবে প্রতিটি কক্ষে রয়েছে সোলার প্যানেল। শুধু তাই নয় কলেজটি প্রতিষ্টার পর থেকে অধ্যবদি যে সকল ছাত্রী পাশ করে বের হয়েছেন এবং যারা বিভিন্ন বিশ্ব বিদ্যালয়সহ সরকারে বিভিন্ন দপ্তরের উচ্চ পদে কর্মরত আছে তাদের তথ্য সংরক্ষিত আছে। কলেজে শিক্ষক কর্মচারী ও ছাত্রীদের জন্য রয়েছে কঠোর শৃংখোলা। কলেজ চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া কোন শিক্ষক বা ছাত্রীর ক্যাম্পাস ত্যাগ করার রয়েছে বাধ্যবাধকতা। কলেজটিতে গত ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় ৪০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮জন ছাত্রী।শিক্ষা কার্যক্রম ছাড়াও রোভার স্কাউট, ফুটবল দল ও সাংস্কৃতিক বিষয়ে বেশ পারদর্শিতা রয়েছে একলেজের শিক্ষার্থীদের। প্রায় প্রতিটি জাতীয় রোভার মুডে একলেজের রোভাররা অংশগ্রহণ করে ইতিমধ্যে সুনাম বয়ে এনেছেন। পাশাপাশি ফুটবল ও সাংস্কৃতিতেও অনন্য সাফল্য অর্জন করেছে।সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ প্রতিষ্ঠানের ছাত্রীরা উপজেলা পর্যায়ে ১০টি, জেলা পর্যায়ে ৩টি, বিভাগীয় পর্যায়ে ১টি ও জাতীয় পর্যায়ে ১টি ইভেন্টে পুরুস্কার প্রাপ্ত হয়েছে। অধ্যক্ষ নাজিম উদ্দিনের নিরলস প্রচেষ্ঠায়র স্বীকৃতি স্বরপ তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে-২২ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে মনোনীত হয়েছেন। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে আব্দুল মান্নানকে ভ‚ষিত করা হয়। অধ্যক্ষ নাজিম উদ্দিন কলেজে এ সাফল্যের জন্য জাতীয় সংসদের মাননীয় হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ জেলা উপজেলা প্রশাসন ও স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।###
চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি : – চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কানারহাট গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ আলিউল ইসলাম পরাগ রোভার স্কাউট গ্রæপের সাবেক রোভার মেট বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন।২৭ জুন সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস এর ৫০ তম সূবর্ন জয়ন্তী বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পুরুষ্কার রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড ও রাষ্ট্রপতি রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি স্কাউট এর অন্য অ্যাওয়ার্ড এর তালিকা প্রকাশ করেন। ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এর তালিকায় স্থান করে নিয়েছে ভোলাহাটের মোঃ আলিউল ইসলাম।স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ¡াস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রান সামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আতœনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরুপ প্রদান করা হয়ে থাকে এই অ্যাওয়ার্ড।###
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা >>> সুইট বাংলাদেশ অনুমোদিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ শে জুন) সকালেবাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসা চত্বরে প্রতিবন্ধী সহ ১২০ জন বিভিন্ন রোগীদের চিকিৎসা ও ফিজিও থেরাপি দেওয়া হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রজয়পুরহাট, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন সমাজ কল্যান মন্ত্রালয়ের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এই ফিজিও থেরাপি প্রদান করা হয়। চিকিৎসা স্থলে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,নাজমুল হক, বাগজানাবুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সভাপতি বাবু দুলাল অধিকারী ও স্কুলের নির্বাহী সচিব দীপঙ্কর অধিকারী (রিপন) রোগীদের চিকিৎসা প্রদান করেন চিকিৎসক মোস্তাফিজুর রহমান (ফিজিও থেরাপি বিশেষজ্ঞ) সহ আরো অনেকে।###
গোপালগঞ্জ প্রতিনিধি >>> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।আজ শনিবার দুপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধূরী পারভেজ এর নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট্য একটি দল পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় সংগঠনের সাধারন সম্পাদক মোল্লা মো. আবু কাওসার, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান বাবু, সদস্য নাদিরা কিরন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ সহ দোয়া ও মোনাজাত করে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করেন। এর পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও ফরিদ উদ্দিন সিদ্দিকি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান মানিক ওই বিদ্যালয়ের এবং স্যার সলিমুল্যা মুসলিম এতিমখানার ২ শতাধিক মেয়ে শিক্ষার্থীদের পদ্মা সেতু পরিদর্শণ শেষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।###
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) >>> কেন করোনাভাইরাসের টিকা আবিষ্কার করতে পারেনি—এ প্রশ্নের জবাব দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতার প্রতি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘কত মিলিয়ন ডলার, কত মিলিয়ন পাউন্ড অনুদান ও বিনিয়োগ থাকলে এ ধরনের একটি কাজ (টিকা উদ্ভাবন) সম্পাদিত হয়, সেটি বোধ করি আপনারা সবাই বোঝেন।’ গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় (২০১৯-২২) অংশ নিয়ে উপাচার্য ও অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক মো. আখতারুজ্জামান এসব কথা বলেন। এ সভায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজকে সভাপতি এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে মহাসচিব করে অ্যালামনাইয়ের ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘আপনারা (অ্যালামনাই) অনেকেই বলেন, করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ভ্যাকসিন (টিকা) আবিষ্কার করতে পারত, কিট উদ্ভাবন করতে পারত। এ ধরনের নানা কথা খুব প্রসঙ্গক্রমেই আসে। প্রতিটি অ্যালামনাই খুব শক্তিশালীভাবে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করোনার টিকা আবিষ্কার করতে পারল না? এই প্রত্যাশা ও সুন্দর দৃষ্টিভঙ্গির জন্য আপনাদের ধন্যবাদ দিই। আপনাদের এই হাই এস্টিমেশন (উচ্চাশা) একটি প্রশংসনীয় বিষয়। আপনারা চাইছেন যে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারেই এক নম্বর বিশ্ববিদ্যালয় হবে। আপনাদের এ প্রত্যাশা অসাধারণ।’ অ্যালামনাইদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, ‘একটি বিষয় একটু মনে রাখবেন, বিশ্বে কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু একটি টিকার নামই ঘুরেফিরে আসছে। সেটি হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড ছাড়াও তো হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নাম শুনেই বোঝা যাচ্ছে, ইন্ডাস্ট্রি (শিল্প)-একাডেমিয়া (বিশ্ববিদ্যালয়) অ্যালায়েন্স কত শক্তিশালী! কত মিলিয়ন ডলার, কত মিলিয়ন পাউন্ড অনুদান ও বিনিয়োগ থাকলে এ ধরনের একটি কাজ সম্পাদিত হয়! সেটি বোধ করি আপনারা সবাই বোঝেন। আপনাদের প্রত্যাশার সফলতা কামনা করি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান ও মর্যাদা, তার পেছনে অ্যালামনাইদের অসাধারণ ও অনন্য অবদান রয়েছে বলে জানান উপাচার্য আখতারুজ্জামান। তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা যে যেখানে কাজ করছেন, তাঁদের নৈতিক একাগ্রতা ও ব্যবসায় নৈতিকতা খুবই উঁচু। অ্যালামনাইদের সুনাম একটি বিশ্ববিদ্যালয়ের জন্য র্যাঙ্কিং, সম্মান ও মর্যাদায় শক্তিশালী মানদণ্ড হিসেবে ভূমিকা রাখে। এই মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এ বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দিয়েছেন।’ সভায় সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, ‘অ্যালামনাইয়ের সঙ্গে যুক্ত হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো আমি বোঝার সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা যে এত কষ্টের মধ্যে আছে, অ্যালামনাইয়ের সঙ্গে সম্পৃক্ত না হলে আমি বুঝতে পারতাম না। অ্যালামনাইদের প্রতি আমার অনুরোধ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাশাপাশি প্রতিটি বিভাগের অ্যালামনাইকে আপনারা শক্তিশালী করুন। পয়সার অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া যেন বন্ধ না হয়, সেই দায়িত্ব আপনারা নিন। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। উপাচার্য মহোদয়ের কাছে আমার অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। সিনেট-সিন্ডিকেটের মাধ্যমে একটা নীতিমালা করে আমাদের অবদান রাখার সুযোগ করে দিন।’ সভায় অ্যালামনাইয়ের পক্ষ থেকে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করেন সুভাষ সিংহ রায়। স্বাগত বক্তব্য দেন মোল্লা মোহাম্মদ আবু কাওছার। এ কে এম আফজালুর রহমান ২০১৯ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী তুলে ধরেন। গতকালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সংগঠনের সদ্য বিদায়ী মহাসচিব রঞ্জন কর্মকার। ২০১৯-২২ আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান। আরও বক্তব্য দেন শাইখ সিরাজ।###
পাবনা প্রতিনিধি >>>আগামীকাল ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, এদিন সকাল নয়টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’র পরিবেশনা। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান। সভাপতিত্ব করবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। ####
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের উন্নয়নের জন্য তারুণ্যকে কাজে লাগাতে হবে। আর এই তারুণ্যকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে। বৃহস্পতিবার (২ জুন) রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এখন নজর রাখতে হবে। এ জন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতের জন্য তাদের তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকেই বেশি ভূমিকা রাখতে হবে।’ দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ভাবলে হবে না, যে শিক্ষার্থী ভর্তি নেব, শিক্ষা দেব, সার্টিফিকেট দেব আর ছেড়ে দেব। শিক্ষার্থীকে তার কর্মজীবনের জন্য প্রস্তুত করে দিতে হবে। তার ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। তাহলে শিক্ষার্থীকে পেছনে ফিরে তাকাতে হবে না।’ তিনি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেকে উপযুক্ত করে তুলতে হলে শেখাতে হবে কি করে, তা বিশ্ববিদ্যালয়গুলোকে জানতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য স্থির করুন। আপনারা আপনাদের মেধা, যোগ্যতা, দক্ষতা ও শ্রম দিয়ে লেগে থাকবেন। লেগে থাকলে সাফল্য আসবেই। খেয়াল রাখবেন সেই সাফল্য যেন অসততায় কলুষিত না হয়। আপনাদের পেছনে পরিবারের এবং শিক্ষকদের অনেক শ্রম-কষ্ট জড়িত। আপনারা সবার প্রতি আপনাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।’ রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নয়টি বিভাগের সাড়ে তিন হাজারের বেশি গ্র্যাজুয়েট অংশ নেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের পক্ষে এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। সমাবর্তন অনুষ্ঠানে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং নয় শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেন।###
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট দিয়ে আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। গত শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ছিল ১২৫০টি। এবার তা ৩২০টি কমিয়ে ৯৩০টি করা হয়েছে। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল বেলা ১১টা ১৫ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন জাগো নিউজকে বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। সব বিভাগীয় শহরে আমাদের প্রতিনিধিরা এরই মধ্যে চলে গেছেন। আগামীকাল সফলভাবেই আমাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে, ইনশাল্লাহ।###
গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি : ০১ জুলাই/২২ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাচাইয়ের সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখার প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়। কারন হিসেবে সমর্থকের স্বাক্ষর ভুয়া উল্লেখ করে মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন । আর এই ঘটনার পর থেকে মেয়র প্রার্থী ও সমর্থনকারি পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের সময় ওই নারীর কাছে জানতে চাইলে তিঁনি স্বাক্ষর করেননি বলে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পরে তাঁর প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।বৃহস্পতিবার (৩০ জুন) মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিকে প্রার্থীতা অবৈধ ঘোষণার পরে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে পাঁচবিবির দানেজপুর এলাকায় নিজ কার্যালয়ে প্রার্থী সাবেকুন নাহার শিখা তাঁর সমর্থক নার্গিস বেগমের স্বাক্ষর বৈধ্য দাবী করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখা সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় আমার ১শ’ জন সাধারণ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরের তালিকায় দুই সমর্থকের স্বাক্ষর ভূয়া উল্লেখ করে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়।তিঁনি বলেন, গতকাল বেলা ১২টার দিকে আমার সমর্থক নার্গিস বেগমকে নিয়ে উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদ ভবনে আমি অবস্থান করছিলাম। এই সময় প্রতিপক্ষ মেয়র প্রার্থীর ৬-৭ জন লোক নার্গিসকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে যোগে তুলে নিয়ে যায়। এসয়ম আমাকে ও আটাপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করার হুমকিও দেয়। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি। তিনি আরো বলেন, আমার সমর্থক নার্গিসকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে উল্টো তাকে দিয়ে আমার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার পাঁয়তারা করা হচ্ছে। আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম আরেফীন চৌধুরী বলেন, আমি ও প্রার্থী সাবেকুন নাহার শিখাসহ কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে নার্গিস বেগমকে তুলে নিয়ে যায় এবং আমিসহ শিখাকে প্রকাশ্যে গুলি করার হুমকিও দিয়ে যায়।এদিকে শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর শহরের দমদমা এলাকার নিজ বাসভবনে নার্গিস বেগম সাংবাদিকদের ডেকে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠকালে তিঁনি বলেন, পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আমার স্বাক্ষর জাল করে মনোনয়ন পত্র জমা দেন সাবেকুন নাহার শিখা। মেয়র প্রার্থী সাবেকুন তার তালিকায় আমার স্বাক্ষর দেখিয়েছেন কিন্তু আমি কোন স্বাক্ষর দেয়নি। তাছাড়া অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। নার্গিস বেগম আরো বলেন, ওই মহিলা যে অন্যের স্বাক্ষর জাল করে নির্বাচন করতে চায়, সে আমার পরিবারের নামে মিথ্যা অভিযোগ করায় আমি তার সুষ্টু বিচার চাই।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় উভয় পক্ষ থানায় লিখত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###
বরগুনা জেলা সংবাদদাতা >>> বরগুনা জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকাল ৪ টায় ফরহাদ ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এড, আবদুল লতিফ ফরাজি প্রাধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোস্তফা জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন মাইনুল হাসান রাশেল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন এড,রুহুল আমিন।বক্তারা বলেন দেশে উন্নয়ন হয়েছে পল্লীবন্ধু এরশাদের আমলে। তার করে জাওয়া পরিকল্পনা এখন শুধু বাস্তবায়িত হচ্ছে। সভা শেষে জাতীয় পার্টির সদর উপজেলা শাখার সভাপতি এড,রুহুল আমিন ও মোঃ শাহাআলম কে সাধারন সম্পাদক , গাজী মোঃ মাসুদ কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে । সভায় জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। ###
গোপালগঞ্জ প্রতিনিধি >>> গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।আজ শুক্রবার (১ই জুলাই) দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আবু নোমান মো: জাকির হোসেন, সহ-সভাপতি মো: সাঈদুল ইসলাম, যুম্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, অর্থ সম্পদক মো: মাকসুদুর রহমান, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিস কুমার দাস, হিসাব রক্ষক মো: সাইফুল হাসান, এটটিএম আরিফুল রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। ###
গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি >>> ২৭/জুন 2022 জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। রোববার বিকেল ৩টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।হাবিবুর রহমান হাবিব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত পৌর নির্বাচনে আলহাজ্ব সামছুল আলম দুদুকে হারিয়ে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হন। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ।চলতি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা দলীয় ফরম সংগ্রহ করলে গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মধ্য থেকে আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করা হয়। জানতে চাইলে হাবিবুর রহমান হাবিব বলেন, পাঁচবিবি পৌর শহরকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং পরিপাটি শহর হিসাবে সাজানো হয়েছে। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে জামাত- বিএনপি অধ্যুষিত সীমান্তবর্তী এই উপজেলায় আওয়ামীলীগের তৃর্ণমূলের নেতাকর্মীদের সু- সংঘটিত করে একটি শক্তিশালি সংগঠণ হিসাবে রুপান্তরিত করেছি। এসব দিক বিবেচনা করে দলীয় সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এতে পৌরবাসীর আকাঙ্ক্ষার বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে।###
পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতা >>> জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুরাদ হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পাচবিবি উপজেলার শিমুলতলী বাজারের আইয়ুব আলীর বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটকমাদক ব্যবসায়ী উপজেলার মালঞ্চা গ্রামের ইসাহাক আলীর পুত্র।ডিবি সূত্রে জানায় আটক মুরাদের বিরুদ্ধে মাদক মামলায় দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিচারধীন রয়েছে।
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা: রংপুরের তারাগঞ্জ উপজেলার ২০২১-২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য ১৮টি কাবিটা প্রকল্পের বিপরীতে ৫৬ লক্ষ টাকা, ও ১৮টি কাবিখা প্রকল্পের জন্য ২০৭ মেট্রিক টন চাল ও গম উপজেলার ৫টি ইউনিয়নের রাস্তাঘাট মসজিদ, মন্দির, মাদরাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য বরাদ্দ দেয়। বরাদ্দকৃত অর্থ চার ভাগের একভাগও কাজ না করে ভুয়া মাস্টার রোল ও ভুয়া প্রকল্প দেখিয়ে ভাগ বাটোয়ারা করে নিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও রাজনৈতিক নেতারা বলে অভিযোগ উঠেছে। এ অর্থ বছরে ইকরচালী ইউনিয়নে মেনানগর ফজলের বাড়ী হতে মাটিয়ালপাড়া রাস্তার মোড় পর্যন্ত মাটি ভরাট করনের জন্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা বাজেট হয়েছে, মেনানগর চেপচেপি হতে ক্লিনিক পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১৭ মেঃটন গম, উত্তর হাজীপুর গোলবারের বাড়ী হতে কওলাপাড়া ক্যানেল পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১৬ মেঃটন গম, কাশাই পাড়া হতে বিশ্বরোড পর্যন্ত সিংগেল লেয়ার এইচবি বিকরণের জন্য ২ লক্ষ, বিশ্ব রোড তুহিনের দোকান হইতে বাজার মসজিদ পর্যন্ত সিংগেল লেয়ার এইচবিবিকরণের জন্য ২ লক্ষ, ইকরচালী কবর স্থানে মাটি ভরাট ও বাউন্ডারী সংস্কারের জন্য ১০ মেঃটন গম। হাড়িয়ারকুটি ইউনিয়নের চান্দের পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কারের জন্য ৪ লক্ষ টাকা, ৯নং ওয়ার্ডের হাড়িয়ার কুটি ধলগাছ হতে কওলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৪ লক্ষ টাকা, কিসামত মেনানগর শাওনপাড়া আব্দুল মোন্নাফের বাড়ী হতে আবুলের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১০ মেঃটনচাল। সয়ার ইউনিয়নে দামোদরপুর আবেদের বাড়ীহতে চাকলা স্কুল পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১০ মেঃটনচাল, চিলাপাক উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করণের জন্য ১০ মেঃটনচাল, সয়ার কাজিপাড়া ঈদগাহ মাঠে মাটি ভরাট ও সংস্কারের জন্য ২ লক্ষ টাকা, সয়ার মাটিয়াল পাড়া যাওয়ার রাস্তা সিংগেল লেয়ার এইচবিবি করণের জন্য ২ লক্ষ টাকা, সয়ার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডালিয়ার ব্রীজ হতে পদ্ধনাথপাড়া পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১৩ মেঃটনচাল, বাচ্ছার বাড়ী হইতে নারা বাড়ী মাদ্রাসা হইয়া মন্ডল পাড়া পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৯. মেঃটন গম। কুর্শা ইউনিয়নের খিয়ারচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সেকেন্দারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৪ লক্ষ্য টাকা, কাজী পাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ মাঠে মাটি ভরাট করণের জন্য ১০ মেঃটনচাল, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার মাঠে মাটি ভরাট করণের জন্য ১০ মেঃটন চাল, জয় বাংলা মাদ্রাসার মোড় হতে কৃষ্ণ পুর বাহাদুর পাড়াগামী রাস্তা সিংগেল লেয়ার এইচবিবি করণের জন্য ২ লক্ষ টাকা, তেতুল তলা পীরের মাজারের উত্তর পার্শ্বে পাকা রাস্তা হতে পূর্ব দিকে ফরতাজের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১২ মেঃটন চাল, পলাশবাড়ী বৌদ্ধ ও মন্দির ভিত্তিক পাঠশালায় মাটি ভরাট ও সংস্কারের জন্য ৯ মেঃটন গম।আলমপুর ইউনিয়নের আলমপুর পাইক পাড়াগনীর বাড়ী হতে চকতা হিরা তোবারকেরবাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারণের জন্য ৪ লক্ষ টাকা, দোয়ালীপাড়া দায়মূল স্কুলের পাকার মাথা হইতে দোয়ালী পাড়া বাজার রাস্তা এইচবিবি করণের জন্য ২ লক্ষ টাকা, বিশ্বরোড হতে ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তা সিংগেল লেয়ার এইচবিবি করণের জন্য ২ লক্ষ্য টাকা। ইকরচালী কবর স্থান হাফেজিয়া মাদ্রাসার মাঠ ভরাট ও সংস্কারের জন্য প্রতি অর্থ বছরে বরাদ্দ নিলেও কাজ না করে টাকা আত্মসাৎ করে আসছেন বলে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধীক বার সংবাদ প্রকাশিত হলেও সরকারের পক্ষ হতে একটি তদন্ত কমিটিও হয়নি। এছাড়াও অনেক প্রকল্পের ভুয়া মাস্টার রোল তৈরি করে টাকা উত্তোলন করা হলেও ১ ভাগও কাজ না করে আত্মসাৎ করেছেন। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ প্রকল্প নাম সবর্স্ব। অনেক প্রকল্পের নাম আছে ঠিকানা নেই। বাস্তবে কবর স্থান মাদরাসা, মন্দির কিংবা রাস্তার উন্নয়নের কোন টাকা বাচাল ব্যয় করা হয় নাই বলে স্থানীয় দের অভিযোগ রয়েছে।মেনা নগর গ্রামের আবু মোতালেব, কাজীপাড়া গ্রামের রুহুল আমিন, হাড়িয়ারকুটি উজিয়াল গ্রামের রশিদ সহশতাধিক লোক অভিযোগ করে বলেন, এসব ব্যাপারে উর্দ্ধতন প্রশাসন যদি ব্যবস্থা নিতো তাহলে আমাদেরকে ভাংগা ও কাদামাটি রাস্তা দিয়ে চলাচল করতে হতোনা। সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেয় কিন্তু চেয়ারম্যান মেম্বাররা সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করে খায়, এদের বিচার হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ওয়ার্ডের মেম্বার ও প্রকল্প চেয়ারম্যান অভিযোগ করে বলেন, কাজ করে কি হবে উপজেলা বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন প্রতিলাখে ১০ হাজার টাকা ঘুষগ্রহণের পর সে পরামর্শ দেয় আমার অফিসে লোককে ১ হাজার টাকা প্রদান করিলে ভুয়া মাস্টার রোল তৈরী করে দিবে তা হলেই আপনারা সম্পূর্ণ ডিও উত্তোলন করতে পাবেন, আপনাদের কোন সমস্যা হবেনা। একজন মসজিদ কমিটির সভাপতি বলেন, এই পিআইও ঘুষ নিজের হাতে না নিলে তার অফিসের লোকের মারফতে ৪৫ হাজার টাকা উত্তোলন করতে আমার কাছে ৫ হাজার টাকা ঘুষ নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এর শাস্তি হওয়া উচিত বলে উর্ধ্বতন প্রশাসনের কাজে জোড় দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে উল্লেখিত বিষয়ে কথা হলে, কাজের মানগত কথা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, প্রকল্প চেয়ারম্যানরা টাকা খাওয়ার জন্য চেয়ারম্যান-মেম্বার হয়েছে আর আমি কোন অর্থ গ্রহণ করিনা। এখন প্রকল্পের কারো ডিও আটক করার ক্ষমতা আমার নাই, সবাই আওয়ামীলীগ নেতা। প্রকল্প গুলো সরে জমিনে তদন্ত করে ডিও দিয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি সব প্রকল্প যেতে পারিনি কিছু প্রকল্প সরেজমিনে দেখেছি। কাজের মান ভালো হয়েছে আমার জানামতে। পিআইও সাহেব প্রকল্প চেয়ারম্যানদের কাছে টাকা নেয় কিনা আমার জানা নেই।
মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুবিধা ভোগী কার্ড বিতরনে ব্যাপাক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বিধবা নয়, তবুও অনেকে পাচ্ছেন বিধবা ভাতার সুবিধা। স্বামী বেঁচে থাকা অবস্থায় টাকার বিনিময়ে দেয়া হয়েছে বিধবা ভাতার কার্ড। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কান্তিনগর গ্রামে।সরজমিনে গিয়ে দেখা গেছে, আনসার সদস্য শওকাত আলীর স্ত্রী ছবিয়ারা বেগমের নামে রয়েছে বিধবা ভাতার কার্ড। তার বই নং ৮৭৭, ব্যাংকিং হিসাব নং ১৭৪১৭২। তিনি বলেন এক মেম্বারের সাথে আমার ভাল সম্পর্ক থাকায় তার কাছে কার্ডটি করে নিয়েছি। কোন টাকা দেয়নি। তার স্বামী শওকাত আলী জানান, কার্ড হয়েছে তাতে কি হয়েছে ? আরো কত জন কি করছে তার হিসাব নেই।একই গ্রামের ফাহসান আলীর স্ত্রী মিলিয়ারা বেগমও পেয়েছেন বিধবার ভাতার কার্ড। সে ৩বারে ৬ হাজার টাকা উত্তোলন করেছেন। তার স্বামী ফাহসান আলী জানান, আমি বেঁচে থাকা অবস্থায় কিভাবে আমার স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড হয়েছে তা আমি জানি না। তার বই নং ৮৭৮, ব্যাংকিং হিসাব নং ১৭৪৭৪৮।একরাম আলীর স্ত্রী মোসাঃ চিরল বেগম জানান, আমি আমার মায়ের বিধবা ভাতার কার্ডে নমিনি হিসাবে ছিলাম। তার মৃত্যুর পর আমাকে কার্ডটি দিয়েছে। তবে তিনি স্বীকার করেন যে আমার স্বামী বেঁচে আছেন। তিনিও তিনবারে ৬ হাজার টাকা পেয়েছেন। কাউকে কোন টাকা দেয়ার কথা অস্বীকার করলে তার প্রতিবেশী কয়েকজন মহিলা জানান, মেম্বারকে ৫ হাজার টাকা দিয়েছেন। একই ভাবে একই গ্রামের বিধবা ভাতার কার্ড পেয়েছেন আব্দুস সাত্তারের স্ত্রী জোগো বেগম, রোজলুর স্ত্রী পানতারা বেগম, জিয়ারুলের স্ত্রী।তবে আহাদের স্ত্রী এমালী বেগম ও মজিবুর রহমানের স্ত্রী কাচু বেগম জানান, আমরা এখনো বই পাইনি। কার্ডধারীদের সাথে কথা বলার সময় তারা বলেন, আমাদেরকে সাবেক মহিলা মেম্বার সাহেলা বেগম ও মেম্বার অলিউর রহমানের মাধ্যমে কার্ড করে দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, শুধু ৩নং ওয়ার্ডেই স্বামী বেঁচে থাকার পরও প্রায় ৫০টি বিধবা ভাতার কার্ড করা হয়েছে এবং তারা সবাই ৩/৪বার করে টাকা উত্তোলন করেছে। ভুক্তভোগী এক বিধাবা জানান, ২১ বছর আগে আমার স্বামী মারা গেছে। ১৯বছর কেউ খোঁজ নেয়নি। তিন বছর আগে মেম্বারকে ৫ হাজার টাকা দিয়েছিলাম। এক বছর আগে বই পেয়েছি এবং এখন টাকা পাচ্ছি।এব্যাপারে সাবেক মহিলা মেম্বার সাহেলা বেগমের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে পরিবর্তনের কয়েকটি কার্ড করে দেয়ার কথা স্বীকার করেন। বর্তমান মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিঞা বলেন, আমি ইতিমধ্যে ৩টি অবৈধ বিধবা ভাতার কার্ড বাতিল করেছি। এখনো তদন্ত করছি। যখন যেটা অবৈধ কার্ডের সন্ধান পাবো, সেটি তখনই বাতিল করবো। শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, সারা উপজেলায় প্রায় ৫৬ হাজার সুবিধা ভোগীর কার্ড রয়েছে। যা তদন্ত করা আমাদের জন্য খুব কষ্টকর। তবে অভিযোগ পেলে তৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।তিনি আরো বলেন, আমরা বারবার সুবিধাভোগীদের তালিকা চেয়ে ইউনিয়নের জনপ্রতিনিধিদেরকে বা চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। তাদের দেয়া তালিকা পেলেই আমরা অনুসন্ধান চালিয়ে অবৈধগুলোকে বাতিল করবো এবং ভবিষ্যতে যে আর কেউ ভূয়া সুবিধাভোগীর কার্ড করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবো।###
মোঃ ইদ্রিস আলী, পাঁচবিবি, জয়পুরহাট >>> জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ কামরুল হাসান (রনি) (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার বিকেলে পাচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর (রায়পুর) গ্রাম হতে তাকে আটক করা হয়। আটকমাদক ব্যবসায়ী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর (রতনপুর) গ্রামের মৃত তমিজার রহমানের পুত্র।পরে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করে বলে জানা যায়। ইতিপূর্বে আটক কামরুলের বিরুদ্ধে পূর্বের মাদকের মামলা রয়েছে এবং সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে ডিবি সূত্রে জানা যায়।###
সম্পাদক ও প্রকাশকঃ- মোঃ আলমগীর হোসেন লেবু
যোগাযোগঃ- বি এস এস ভবন (৩য় তলা), ৪-দিলকুশা বা/এ, ঢাকা-১০০০, ই-মেইল- dailytalash2015@gmail.com, মোবাইল-০১৭৩০৯২৭৯৬৯