আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মানদৌস এর প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত হঠাৎ উত্তাল হয়ে উঠেছে এবং উঁচু ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতের তীরে। এর ফলে ট্যুরিস্ট বোটগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, হঠাৎ করে শনিবার দুপুর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে।
পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত রাখা প্রায় অর্ধশতাধিক স্পিড বোট সৈকত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট স্পিড বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর জানিয়েছেন, ‘বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে উঠেছে এবং ট্যুরিস্ট অনেক কমে গেছে। এর ফলে কুয়াকাটা সৈকত থেকে ট্যুরিস্ট বোটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াব) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আকাশ মেঘলা রয়েছে এবং সমুদ্রও কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
এছাড়া ঢাকার বিএনপির গণসমাবেশকে ঘিরে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের উপস্থিতি একেবারে কম। শতকরা মাত্র ২০ ভাগ পর্যটক রয়েছে। এতে কুয়াকাটা ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা চলছে।’ পটুয়াখালীর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখি জানান, ঘূর্ণিঝড় মানদৌস বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না। ইতোমধ্যে এটি ভারতের উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করেছে। এ কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।
গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে। আকাশ মেঘলা রয়েছে এবং এ অবস্থা আরও দুই-একদিন থাকবে বলে নিশ্চিত করেছেন এই আবহাওয়া অফিসের কর্মকর্তা।###
Leave a Reply