চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ৪ যুবককে আটক করেছেন র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি মাইক্রোবাস ও নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত যুবকরা হচ্ছে, গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের মো. রেজাউলের ছেলে মোঃ ইসাহাক আলী (৩০), একই গ্রামের মো. মজিুবর রহমানের ছেলে মোঃ জনি ইসলাম (২২), মো. শামছুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৭) ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৩৫)।
রবিবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে ওই ৪ যুবককে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি মাইক্রোবাস ও নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।##
Leave a Reply