বরগুনা জেলা সংবাদদাতা >>>বরগুনায় “চল যাই যুদ্ধে মাধকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড় ১১ শিল্প কলা একাডেমি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ, বরগুনা পৌর মেয়র এড,কামরুল আহসান মহারাজ, পিপি অ্যাডভোকেট ভুভন চন্দ্র হালদার, এড,মোঃ শাহজাহান মিয়া,বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মোঃ মাস্উদ প্রমুখ।
এ সভায় স্কুল, কলেজের ছাত্র/ ছাত্রী সহ সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নিয়ে বক্তব্য প্রধান করেন।
Leave a Reply