বরগুনা জেলা সংবাদদাতা >>> বরগুনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ও নির্বাচিত আট জন সদস্যদের সংবধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায জেলা পরিষদ মাঠে প্রধান নির্বাহী মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -২ আসনের সাংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা , জেলা প্রশাসক মো হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা প্রেস ক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিক, এনজিও ব্রাক, ডরপসহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply