চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> চাঁপাইনবাবগঞ্জে কোন ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। প্রায়দিন চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে দূর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মৃতের সংখ্যা। আর এই মৃত্যুর মিছিলে রোববার দিবাগত রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আব্দুল মান্নান নামে শিবগঞ্জের আরো একজন নিহত হয়।নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের মড়লপাড়ার মৃত মোসাহাকের ছেলে আব্দুল মান্নান ওরফে মান্নু(৫২)।নিহত মান্নু’র ভাগিনা তারিফ জানান, মামা বিভিন্ন স্থানে আমের আড়তে মালবাহী যানবাহন ভাড়ার জন্য ব্যবস্থা করতেন। রাতে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে ঘোড়াস্ট্যান্ড নামক স্থানে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো।রাত ২ টার পর স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে মারা যায় মামা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এস.আই জসিম উদ্দীন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, শনিবার সকালে সোনামসজিদ থেকে ছেড়ে আসা কানসাট গামী পাওয়ার টিলারের সাথে ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষ এই দূর্ঘটনায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২)।###
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ায় এই দূর্ঘটনা ঘটে।মৃত ইমাম শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ার মোঃ কাদেল হোসেনের ছেলে ও চককীর্ত্তি নামোটোলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইরুল ইসলাম(২০)।স্থানীয়রা জানান, মৃত মোঃ সাইরুল ইসলাম পাশের বাড়িতে একটি হোল্ডারে বøাপ লাগাচ্ছিল। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদু্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সাথে সাথে মারা যায়।এব্যাপারে চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান (আনু মিঞা) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চককীর্ত্তি নামোটোলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইরুল ইসলাম মারা গেছেন। আমি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে আমাকে জানিয়েছেন।এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ইতিমধ্যেই বিষয়টি তিনি জেনেছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।###
তারাগঞ্জ (রংপুর) থেকে >>> রংপরের তারগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের গত ২ বছর পূর্বে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান পারভেজ কন্সট্রাকশন। হাজারও অনিয়মের মধ্য দিয়ে নির্মাণ কাজটি সম্পূর্ণ করতে পারেনি। এখনও ৮-১০ মাস সময় লাগবে নির্মাণ কাজ শেষ করতে, জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পুরাতন মসজিদ ভেঙ্গে মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ায় নতুন মসজিদে নামাজ পড়ার অপেক্ষায় দিন গুনছে হাজারো মুসল্লি। রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভিতরে মডেল মসজিদটির নির্মাণ কাজ চলছে। এর আদি গঠন তিনটি গম্বুজ ও একটি বিশাল মিনার স্থাপিত হচ্ছে। এত বড় মসজিদ পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দিত। পাশাপাশি নারীদের ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে বলেও মনে করছেন স্থানীয়রা। এর মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক পৃথক অজুর স্থান ও গবেষনা কেন্দ্র। শিশু শিক্ষা, বিদেশি পর্যটকদের আবাসন, অতিথিশালা, হজ্জ যাত্রীদের নিবন্ধন কেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা থাকিবে। জমির ধরণভেদে প্রতিটি মসজিদ নির্মাণের জন্য ব্যয় হচ্ছে ১২ থেকে ১৬ কোটি টাকা। ৫৬০ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে সারা দেশে একই সংঙ্গে ৪০০ টি মসজিদের কাজ শুরু হয়েছে। গত ২০২১ সালে মধ্যে প্রায় ৩৯৯ টি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও তারাগঞ্জের মডেল মসজিদের কাজ তিনভাগের দুইভাগও এখন পর্যন্ত শেষ করতে পারেনি, বলে স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন। অনেক মুসল্লিরা মোখিক অভিযোগ করে বলে, বদরগঞ্জ উপজেলার ঠিকাদার, প্রভাবশালী চৌধুরী পরিবারের হওয়া সত্তে¡ও নি¤œমানের বালু, সিমেন্ট, ইট ব্যবহার করে কাজ করলেও গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা কথা বলার সাহস পাচ্ছে না, ঠিকাদার খেয়াল খুশি মত ধীর গতিতে কাজ চালিয়ে যাচ্ছে, দেখার ও বলার কেউ নেই।নির্মাণ শ্রমিকের হেড মিস্ত্রী মোঃ নুরুজ্জামান জানান, আগামী ৮-১০ মাসের মধ্যে মডেল মসজিদের কাজ শেষ হবে, ইনশাআল্লাহ। নি¤œমানের বালু সিমেন্ট, ইট ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে অপরাগতা প্রকাশ করেন।সাইড ম্যানেজার জিয়াউল হক জানান, দীর্ঘ ২২ মাস থেকে এই মসজিদের নির্মাণ কাজ চলছে, কিন্তু শ্রমিক কম থাকায় কাজ ধীর গতিতে এগিয়ে চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস পারভেজ কন্সট্রাশনের মালিক লিংকন চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, মসজিদের নির্মাণ কাজ দ্রæত চলছে। কাজ শেষ হতে আরও ৮-১০ মাস সময় লাগবে। অনিয়মের ব্যাপারে কথা বললে তিনি বলেন, কোন অনিয়ম হচ্ছে না, ইস্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার একরামুল হক মুঠোফোনে জানান, এই মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রæত গতিতে চলছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মসজিদটি উদ্বোধনের কথা রয়েছে। এ উপজেলার মডেল মসজিদটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা ###
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ-সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সুজন আওয়ামীলীগ, বিএনপি বা কোন রাজিৈনক দলের পক্ষে বিপক্ষে নয়, সুজন নাগরিক অধিকার আদায়ের পক্ষে। তিনি বলেন, সুশাসন বলতে গণতান্ত্রিক শাসন, আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ, ক্ষমতার নায্যতা, স্বচ্ছতা জবাবদিহীতা ও জনগনের কার্যকর অংশ গ্রহণ। নাগরিকদের এই অধিকার গুলো আদায়ে সুজন কাজ করে থাকে। সেই সাথে সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি যেন নির্বাচিত হতে পারে তা নিয়েও কাজ করে। বুধবার সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । সুশাসনের জন্য নাগরিক সুজন পাঁচবিবি উপজেলা কমিটির আয়োজনে জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে পাঁচবিবি বটতলীস্থ রোস্তম আলীর ডিপার্টমেন্টাল ষ্টোরের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী আছির রহমান, পতœীতলা থানার পিস এমবেসেডর শাহানা পারভীন, সুজন এর জেলা কমিটির সহ-সভাপতি আজাদ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, পাঁচবিবি উপজেলা কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সাধারণ সম্পাদক সাংবাদিক বদরুদ্দোজা সবুজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম দুলাল ও থানা পুলিশের এস আই সুশান্ত সরকার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী।###
গোপালগঞ্জ প্রতিনিধি >>> গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে “হৃদয়ে বৈশাখ” নামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ই এপ্রিল) বিকাল থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় মাঠে বসেছে বৈশাখী মেলা। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, বিষেশ অতিথি ছিলেন সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি, বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার, সাতপার বাজার কমিটির সভাপতি পালু বিশ্বাসসহ বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর সকল সদস্যগণ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নির্মলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ, ২০০৬ সাল থেকে সুস্থ সংস্কৃতি চর্চা, মানবিক সমাজ বিনির্মানের জন্য উদ্যোগ গ্রহন করে একঝাক যুবকের হাত ধরে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠীর যাত্রা শুরু হয়। ওই ইউনিয়নের সকল সামাজিক কাজ, দরিদ্রদের শীত বস্ত্র বিতরণ, শিক্ষার মানোন্নয়নে কাজ করা, যে কোন জাতীয় সংকটে রাজ পথে থাকা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহোযোগিতা, সামাজিক বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠী। করোনাকালীন মহামারী সময় দরিদ্রদের মাঝে খাদ্য ও করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ করে বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠী। এরা সাতপাড় ইউনিয়নের সকল উন্নয়ন কজে সর্বদা ব্যাস্ত থাকে।###
গোপালগঞ্জ প্রতিনিধি >>>পঞ্জকিা মতে বৃহস্পতবিার সন্ধ্যায় প্রতি বছররে বশৈাখ সংক্রান্তরি উপলক্ষ্যে সদর উপজলোর সাতপাড় পশ্চমিপাড়া গ্রামরে কালা বশ্বিাসরে বাড়ি আয়োজন করা হয় নীল পূজা।পূজা শষেে লোহা দয়িে তরৈী দুটি করে বড়শি ফোরানো হয় দুই যুবকরে পঠি।ে পরে মন্দরিরে পাশরে একটি মাঠে গাছ দয়িে বানানো চৌকাঠরে দুই মাথায় রশি দয়িে বঁেধে ঝুলয়িে দওেয়া হয় ওই দুই যুবক ক।ে পরে অপর প্রান্তরে রশি দয়িে বঁেধে ঘুরানো হয় কয়কে দফা। গোধূলী র্পযন্ত চলে এ চড়ক ঘুড়ানো।এ চড়ক ঘুল্লী ও মলো দখেতে গোপালগঞ্জ জলোর বভিন্নি এলাকার শশিু-নারীসহ হাজার হাজার মানুষ ভীড় জমান। এ চড়ক ঘুল্লীকে কন্দ্রে করে বসে গ্রামীন মলো। খাবার, গহনা, মষ্টিরি দোকান ও মাটরি খলেনা সহ বসে বভিন্নি দোকান।মেলায় ঘুরতে আশা শান্তুনু রায় বলেন, আমি প্রতি বছর আমাদের হিন্দু ধর্ম র্ধমাবলম্বীদরে নীল পূজা ও চড়ক ঘুল্লী দেখতে আসি। প্রতি বছর সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে কালা বিশ্বাসের বাড়িতে নীল পূজা হয় ও পূজা শেষে চড়ক ঘুল্লি হয়। এ চড়ক ঘুল্লি উপলক্ষে এখানে গ্রামীন মেলাও বসে।সাতপাড় ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি বলেন, করোনার কারনে দুই বছর কোন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ ছিল। এবছর সকল ধর্মীয় অনুষ্ঠানে ধর্মালম্বীদের ভির চোখে পড়ার মত। সাতপাড় পশ্চিমপাড়া কালা বিশ্বাস প্রতি বছর বশৈাখ সংক্রান্তরি উপলক্ষে নীল পূজা ও চড়ক ঘুল্লি অনুষ্ঠান করে আসছে। এবছর আমাদের সাতপাড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজাকে সাফল্য করতে সর্বদা কাজ ####
গোপালগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শুরু হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ¯œানোৎসব ও তিন তিনব্যাপী মহাবারুণী মেলা। গত দুই বছর করোনা ভাইরাসের কারণে ¯œানোৎসব স্থগিত ছিল। তবে এ বছর মঙ্গলবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শ্রী হরিচাঁদ ঠাকুরের এ ¯œানোৎসব ও বারুণী মেলা। এ উপলক্ষে কয়েকদিন আগে থেকে শ্রীধাম ওড়াকান্দিতে হাজার হাজার মতুয়া ভক্তরা আসতে শুরু করেছেন। ঠাকুরবাড়ি ঘেঁষে বসেছে কয়েক হাজার দোকানপাট। জানা গেছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওড়াকান্দিতে এ ¯œানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়। এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাবোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে ঘিরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মতুয়া ভক্তের আগমন ঘটবে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ¯œানোৎসবে যোগ দিতে হাজার হাজার মতুয়া ভক্ত ও অনুসারীরা দূর-দূরান্ত থেকে এসে ঠাকুর বাড়িতে সমবেত হয়েছেন। কেউ কেউ ঠাকুর বাড়িতে বিছানা পেতে ¯œানের অপেক্ষায় আছেন। কেউ কেউ দোকানপাট পেতে বসেছেন। ¯œান উৎসবকে ঘিরে ঠাকুর বাড়ির পাশ ঘেঁষে ৬০ একর জায়গাজুড়ে বসেছে লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরী জিনিসপত্র ও খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টি দোকান, হোটেল-রেস্তোরার দোকান বসেছে। বাগেরহাটের মোড়েলগঞ্জের আমবাড়িয়া গ্রাম থেকে আসা বিপুল কুমার মিস্ত্রী বলেন, আমি প্রতি বছর ওড়াকান্দি ঠাকুর বাড়িতে আসি। গত বছর করোনার কারণে আসতে পারিনি। এবার কয়েকদিন আগেই এখানে চলে এসেছি। ঠাকুরের পূর্ণভূমিতে আসতে পেরে খুবই ভাল লাগছে। উৎসবকে সঠিকভাবে সম্পন্ন করতে ঠাকুর বাড়ি এলাকায় বসানো হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মতুয়া সংঘের ২ শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করবেন। স্নানোৎসব ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার জানান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবোৎসব উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভক্তদের জন্য বিশুদ্ধ খাবার পানি, প্রস্রাব-পায়খানা ও স্নান করে মহিলাদের কাপড় পাল্টানোসহ সকল ধরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, করোনার কারণে পর পর দু’বছর ¯œানোৎসব ও বারুণী মেলা বন্ধ থাকায় এবার বেশি লোকের আগমন ঘটবে বলে আশা করছি। অন্যান্য বারের চেয়ে এবার কয়েক লাখ বেশি মানুষের আগমন ঘটতে পারে। বিশে^র প্রায় ১০টি দেশ থেকে মতুয়া ভক্তরা এ ¯œানোৎসবে যোগদান করবেন। গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্নানোৎসবে আগত পূর্ণার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে। রোগীদের হাসপাতালে নেয়ার জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, স্নানোৎসবকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ঠাকুরবাড়ি ও তার আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শনে আসেন। সেখানে তিনি হরিমন্দিরে পূজা-অর্চনা করেন ও ঠাকুর বাড়ির সদস্য এবং মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি >>> ৮/জুন,২২জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক- অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫জন অটোযাত্রী আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় জয়পুরহাট-হিলি সড়কের কদমতলী মসজিদের সামনে এ দূঘটনা ঘটে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন। আহত ব্যক্তিরা হলেন, পাঁচবিবি ওয়াবদার মোড় এলাকার বজলুর রহমানের পুত্র রাজ(২৫), মাদ্রাসা মোড় এলাকার শফিউল আলম চৌধুরীর স্ত্রী সিলভী (৩০), আমিনুল ইসলামের ছেলে লিহান(১২), মাতাইশ মঞ্জিল এলাকার মনোয়ার হোসেনের স্ত্রী পারুল বেগম(৫০) ও হাসান আলীর স্ত্রী তানভি(৩০)।প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, পাঁচবিবি থেকে অটোতে করে মুরগীর খামার দেখতে শিমুলতলীতে যাওয়ার সময় কদমতলী মসজিদের সামনে জয়পুরহাট থেকে হিলির দিকে আসা একটি ট্র্যাকের (লরি) মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ট্র্যাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
পুলিশ ট্র্যাকটি আটক করেছে।জয়পুরহাট ফায়ার ষ্টেশনের উপ সহকারী পরিচালাক শওকত আলী জোর্দ্দার বলেন, খরব পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।####
গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি : ০১ জুলাই/২২ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাচাইয়ের সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখার প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়। কারন হিসেবে সমর্থকের স্বাক্ষর ভুয়া উল্লেখ করে মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন । আর এই ঘটনার পর থেকে মেয়র প্রার্থী ও সমর্থনকারি পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের সময় ওই নারীর কাছে জানতে চাইলে তিঁনি স্বাক্ষর করেননি বলে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পরে তাঁর প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।বৃহস্পতিবার (৩০ জুন) মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিকে প্রার্থীতা অবৈধ ঘোষণার পরে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে পাঁচবিবির দানেজপুর এলাকায় নিজ কার্যালয়ে প্রার্থী সাবেকুন নাহার শিখা তাঁর সমর্থক নার্গিস বেগমের স্বাক্ষর বৈধ্য দাবী করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখা সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় আমার ১শ’ জন সাধারণ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরের তালিকায় দুই সমর্থকের স্বাক্ষর ভূয়া উল্লেখ করে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়।তিঁনি বলেন, গতকাল বেলা ১২টার দিকে আমার সমর্থক নার্গিস বেগমকে নিয়ে উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদ ভবনে আমি অবস্থান করছিলাম। এই সময় প্রতিপক্ষ মেয়র প্রার্থীর ৬-৭ জন লোক নার্গিসকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে যোগে তুলে নিয়ে যায়। এসয়ম আমাকে ও আটাপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করার হুমকিও দেয়। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি। তিনি আরো বলেন, আমার সমর্থক নার্গিসকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে উল্টো তাকে দিয়ে আমার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার পাঁয়তারা করা হচ্ছে। আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম আরেফীন চৌধুরী বলেন, আমি ও প্রার্থী সাবেকুন নাহার শিখাসহ কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে নার্গিস বেগমকে তুলে নিয়ে যায় এবং আমিসহ শিখাকে প্রকাশ্যে গুলি করার হুমকিও দিয়ে যায়।এদিকে শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর শহরের দমদমা এলাকার নিজ বাসভবনে নার্গিস বেগম সাংবাদিকদের ডেকে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠকালে তিঁনি বলেন, পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আমার স্বাক্ষর জাল করে মনোনয়ন পত্র জমা দেন সাবেকুন নাহার শিখা। মেয়র প্রার্থী সাবেকুন তার তালিকায় আমার স্বাক্ষর দেখিয়েছেন কিন্তু আমি কোন স্বাক্ষর দেয়নি। তাছাড়া অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। নার্গিস বেগম আরো বলেন, ওই মহিলা যে অন্যের স্বাক্ষর জাল করে নির্বাচন করতে চায়, সে আমার পরিবারের নামে মিথ্যা অভিযোগ করায় আমি তার সুষ্টু বিচার চাই।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় উভয় পক্ষ থানায় লিখত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###
বরগুনা জেলা সংবাদদাতা >>> বরগুনা জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকাল ৪ টায় ফরহাদ ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এড, আবদুল লতিফ ফরাজি প্রাধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোস্তফা জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন মাইনুল হাসান রাশেল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন এড,রুহুল আমিন।বক্তারা বলেন দেশে উন্নয়ন হয়েছে পল্লীবন্ধু এরশাদের আমলে। তার করে জাওয়া পরিকল্পনা এখন শুধু বাস্তবায়িত হচ্ছে। সভা শেষে জাতীয় পার্টির সদর উপজেলা শাখার সভাপতি এড,রুহুল আমিন ও মোঃ শাহাআলম কে সাধারন সম্পাদক , গাজী মোঃ মাসুদ কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে । সভায় জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। ###
গোপালগঞ্জ প্রতিনিধি >>> গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।আজ শুক্রবার (১ই জুলাই) দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আবু নোমান মো: জাকির হোসেন, সহ-সভাপতি মো: সাঈদুল ইসলাম, যুম্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, অর্থ সম্পদক মো: মাকসুদুর রহমান, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিস কুমার দাস, হিসাব রক্ষক মো: সাইফুল হাসান, এটটিএম আরিফুল রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। ###
গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি >>> ২৭/জুন 2022 জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। রোববার বিকেল ৩টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।হাবিবুর রহমান হাবিব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত পৌর নির্বাচনে আলহাজ্ব সামছুল আলম দুদুকে হারিয়ে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হন। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ।চলতি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা দলীয় ফরম সংগ্রহ করলে গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মধ্য থেকে আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করা হয়। জানতে চাইলে হাবিবুর রহমান হাবিব বলেন, পাঁচবিবি পৌর শহরকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং পরিপাটি শহর হিসাবে সাজানো হয়েছে। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে জামাত- বিএনপি অধ্যুষিত সীমান্তবর্তী এই উপজেলায় আওয়ামীলীগের তৃর্ণমূলের নেতাকর্মীদের সু- সংঘটিত করে একটি শক্তিশালি সংগঠণ হিসাবে রুপান্তরিত করেছি। এসব দিক বিবেচনা করে দলীয় সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এতে পৌরবাসীর আকাঙ্ক্ষার বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে।###
মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুবিধা ভোগী কার্ড বিতরনে ব্যাপাক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বিধবা নয়, তবুও অনেকে পাচ্ছেন বিধবা ভাতার সুবিধা। স্বামী বেঁচে থাকা অবস্থায় টাকার বিনিময়ে দেয়া হয়েছে বিধবা ভাতার কার্ড। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কান্তিনগর গ্রামে।সরজমিনে গিয়ে দেখা গেছে, আনসার সদস্য শওকাত আলীর স্ত্রী ছবিয়ারা বেগমের নামে রয়েছে বিধবা ভাতার কার্ড। তার বই নং ৮৭৭, ব্যাংকিং হিসাব নং ১৭৪১৭২। তিনি বলেন এক মেম্বারের সাথে আমার ভাল সম্পর্ক থাকায় তার কাছে কার্ডটি করে নিয়েছি। কোন টাকা দেয়নি। তার স্বামী শওকাত আলী জানান, কার্ড হয়েছে তাতে কি হয়েছে ? আরো কত জন কি করছে তার হিসাব নেই।একই গ্রামের ফাহসান আলীর স্ত্রী মিলিয়ারা বেগমও পেয়েছেন বিধবার ভাতার কার্ড। সে ৩বারে ৬ হাজার টাকা উত্তোলন করেছেন। তার স্বামী ফাহসান আলী জানান, আমি বেঁচে থাকা অবস্থায় কিভাবে আমার স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড হয়েছে তা আমি জানি না। তার বই নং ৮৭৮, ব্যাংকিং হিসাব নং ১৭৪৭৪৮।একরাম আলীর স্ত্রী মোসাঃ চিরল বেগম জানান, আমি আমার মায়ের বিধবা ভাতার কার্ডে নমিনি হিসাবে ছিলাম। তার মৃত্যুর পর আমাকে কার্ডটি দিয়েছে। তবে তিনি স্বীকার করেন যে আমার স্বামী বেঁচে আছেন। তিনিও তিনবারে ৬ হাজার টাকা পেয়েছেন। কাউকে কোন টাকা দেয়ার কথা অস্বীকার করলে তার প্রতিবেশী কয়েকজন মহিলা জানান, মেম্বারকে ৫ হাজার টাকা দিয়েছেন। একই ভাবে একই গ্রামের বিধবা ভাতার কার্ড পেয়েছেন আব্দুস সাত্তারের স্ত্রী জোগো বেগম, রোজলুর স্ত্রী পানতারা বেগম, জিয়ারুলের স্ত্রী।তবে আহাদের স্ত্রী এমালী বেগম ও মজিবুর রহমানের স্ত্রী কাচু বেগম জানান, আমরা এখনো বই পাইনি। কার্ডধারীদের সাথে কথা বলার সময় তারা বলেন, আমাদেরকে সাবেক মহিলা মেম্বার সাহেলা বেগম ও মেম্বার অলিউর রহমানের মাধ্যমে কার্ড করে দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, শুধু ৩নং ওয়ার্ডেই স্বামী বেঁচে থাকার পরও প্রায় ৫০টি বিধবা ভাতার কার্ড করা হয়েছে এবং তারা সবাই ৩/৪বার করে টাকা উত্তোলন করেছে। ভুক্তভোগী এক বিধাবা জানান, ২১ বছর আগে আমার স্বামী মারা গেছে। ১৯বছর কেউ খোঁজ নেয়নি। তিন বছর আগে মেম্বারকে ৫ হাজার টাকা দিয়েছিলাম। এক বছর আগে বই পেয়েছি এবং এখন টাকা পাচ্ছি।এব্যাপারে সাবেক মহিলা মেম্বার সাহেলা বেগমের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে পরিবর্তনের কয়েকটি কার্ড করে দেয়ার কথা স্বীকার করেন। বর্তমান মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিঞা বলেন, আমি ইতিমধ্যে ৩টি অবৈধ বিধবা ভাতার কার্ড বাতিল করেছি। এখনো তদন্ত করছি। যখন যেটা অবৈধ কার্ডের সন্ধান পাবো, সেটি তখনই বাতিল করবো। শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, সারা উপজেলায় প্রায় ৫৬ হাজার সুবিধা ভোগীর কার্ড রয়েছে। যা তদন্ত করা আমাদের জন্য খুব কষ্টকর। তবে অভিযোগ পেলে তৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।তিনি আরো বলেন, আমরা বারবার সুবিধাভোগীদের তালিকা চেয়ে ইউনিয়নের জনপ্রতিনিধিদেরকে বা চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। তাদের দেয়া তালিকা পেলেই আমরা অনুসন্ধান চালিয়ে অবৈধগুলোকে বাতিল করবো এবং ভবিষ্যতে যে আর কেউ ভূয়া সুবিধাভোগীর কার্ড করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবো।###
মোঃ ইদ্রিস আলী, পাঁচবিবি, জয়পুরহাট >>> জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ কামরুল হাসান (রনি) (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার বিকেলে পাচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর (রায়পুর) গ্রাম হতে তাকে আটক করা হয়। আটকমাদক ব্যবসায়ী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর (রতনপুর) গ্রামের মৃত তমিজার রহমানের পুত্র।পরে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করে বলে জানা যায়। ইতিপূর্বে আটক কামরুলের বিরুদ্ধে পূর্বের মাদকের মামলা রয়েছে এবং সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে ডিবি সূত্রে জানা যায়।###
গোপালগঞ্জ প্রতিনিধি >>> গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা না দেয়ায় জিমি বেগম (৩০) কে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে অসিম মোল্লা নামে এক সুদ ব্যবসায়ী ও তার লোকজন। এই ঘটনায় তার স্বামী নুর আলমকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েয়ে।গতকাল রবিবার (৩ই জুলাই) রাত আনুমানিক সোয়া ১১টায় উপজেলার পাইকদিয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে।খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নুর আলমের ভাই হাবিবুর রহমান মুন্সী বাদী হয়ে মুকসুদপুর থানায় ২৫ জনকে আসামী করে মামলা করেছেন।মামলার বিবরনে জানা যায়, চলতি ইরি মৌসুমের আগে নিহতের স্বামী নুর আলম মুন্সী প্রতিবেশী অসিম মোল্লার কাছ থেকে ইরি মৌসুম শেষে ৫০ মন ধান দেবার প্রতিশ্রæতি দিয়ে ২ লাখ টাকা ধার নিয়েছিল। কিন্তু হঠাৎ করে বিলের পানি বেড়ে যাওয়ায় ধান তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। যে কারনে ধান বা টাকা কোনটাই পরিশোধ করেতে পারেননি নুর আলম। এ নিয়ে স¤প্রতি এক শালিশ বৈঠকে আগামী ১৫ নভেম্বর টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তার আগেই গতকাল রোববার অসিম মোল্লা তাদের বাড়িতে সালিশের কথা বলে স্বামী-স্ত্রীকে ডেকে নিয়ে যায় রাত সোয়া ১১ টার দিকে। সেখানে গেলে টাকা সুদ সমেত ফেরত দেয়া-নেয়া নিয়ে নিহতের স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে অসিম মোল্লা ও তার লোকজন। এক পর্যায়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় স্ত্রী ছুটে গিয়ে স্বামীকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।পরে তাদেরকে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জিমি বেগম সেখানে মারা যায়৷ তার স্বামী নুর আলমের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিলয়। তিনি জানান, জিমি বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়াা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে জিমি বেগম নামে এক নারী খুন হয়েছে৷ এ ব্যাপারে ২৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে ৮জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে আজ সোমবার আদালতে পাঠানো হবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েয়ে। ###
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে গাঁজাসহ র্যাবের হাতে একজন আটক হয়েছে। শনিবার দুপুরে নাচোল উপজেলার পৌর এলাকার খ.ম বালিকা উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী স্থানে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি নাচোল উপজেলার হামিদপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ গোলাম রাব্বানী(২৫)।বিকেলে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার পৌর এলাকার খ.ম বালিকা উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী স্থানে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোঃ আলমগীর হোসেন লেবু
যোগাযোগঃ- বি এস এস ভবন (৩য় তলা), ৪-দিলকুশা বা/এ, ঢাকা-১০০০, ই-মেইল- dailytalash2015@gmail.com, মোবাইল-০১৭৩০৯২৭৯৬৯
Leave a Reply