দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি!! পটুয়াখালীর দুমকিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল১০টায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে শেষ হয়। ইত্তেফাকের দুমকি উপজেলা সংবাদদাতা অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ এবাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান বক্তা হিসেবে দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী জেলা সংবাদদাতা ও সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত,বিশেষ অতিথি হিসেবে দুমকি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মেহের মালিকা, অধ্যাপক আসাদুজ্জামান, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্যাদা, আতাউর রহমান খান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, নাসিমা সিকদার, এবং বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দুমকি উপজেলার সমাজসেবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন।
ইত্তেফাক পরিবারের পক্ষথেকে মুক্তিযুদ্ধ,শিক্ষা, কৃষি, মৎস্যসহ বিভিন্ন ক্যাটাগরীতে সফল উদ্যোক্তা ও অবদানের স্বীকৃতি স্বরূপ ২৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ###
Leave a Reply