আঃ মজিদ খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর দুমকিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যেগে ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, কুজকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল-ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ড, হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথির বক্তৃতা করেন। মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান এড, মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার, সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সহসভাপতি সৈয়দ গোলাম মরতুজা বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।###
Leave a Reply