তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলাধীন জিগাতলা নামক স্থানের নেংটিছেড়া ব্রিজ সংলগ্ন স্থানে ইজি-বাইক, অ্যাম্বুলেন্স ও ড্রাম ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে ইজি-বাইকের ৫ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন ২জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌছালে মহাসড়কের উপর রাখা স্থানীয় একটি ইট ভাটার মাটির স্তুপকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৪ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ৩ জন। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী (৪৮), শেরমস্ত বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ (৪৫), একই গ্রামের মহির উদ্দিন (৪২), সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের মোহাম্মদ আলী (৫৫), এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খাদেমুল ইসলাম (৪০) মারা যান।
ইজিবাইক চালক শহীর (৪০) ও নিহত খাদেমুল ইসলামের ৮ বছরের ছেলেকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার দিন আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ঘটনাস্থলে পাশ্ববর্তী ইট ভাটার মাটি নিয়ে বহনকারী একটি ট্রলির যান্ত্রিক ত্রুটির হওয়ায়, ট্রলিতে থাকা মাটি মহাসড়কের উপর স্তুপ করে রাখে। পরবর্তীতে সেই মাটির স্তুপ সরানোর জন্য কোনো ব্যবস্থা নেই নি। সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উক্ত মাটির স্তুপের কারণেই দূর্ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় ক্ষোভ এবং চাপা উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোরশেদ বিষয়টি জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু ঘাতক ট্রাকটিকে সনাক্ত করা সম্ভব হয় নি। নিহতেদের লাশ নিজ নিজ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply