চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি !! চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতিকে পৃথক কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার(৩০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম স্ত্রী কলাবতী চৌধুরী (৪৮) কে ১০ ও তার স্বামী রাম বিলাস (৫৮) কে ৭ বছর করে এ রায় প্রদান করেন।
দÐপ্রাপ্তরা হলেন, ভারতের মালদহ জেলার গৌরামারী ধুমবালু কলোনী গ্রামের রাম বিলাস চৌধুরীর স্ত্রী কলাবতী চৌধুরী ও একই গ্রামের মৃত রাম পরিয়াক চৌধুরীর ছেলে কলাবতীর স্বামী রাম বিলাস।
আসামীদের উপস্থিতিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর দুপুরে র্যাবের একটি দল ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাঙ্গা বিওপির পাশে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক কলাবতী চৌধুরী ও রাম বিলাসকে আটক করে।
এ ঘটনায় র্যাবের এসআই ইউসুফ আলী ভূইয়া বাদি হয়ে তাদেরকে আসামী করে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শ্যামল কুমার সরদার একই সালের ২৮ নভেম্বর তাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে স্ত্রী কলাবতী চৌধুরী (৪৮) কে ১০ ও তার স্বামী রাম বিলাস (৫৮) কে ৭ বছর করে দন্ডিত করেন। মামলার আসামী পক্ষে আইনজীবী ছিলেন মোঃ ইসমাইল হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মোঃ রবিউল ইসলাম।
Leave a Reply