গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ২০০পিস ইয়বাসহ নাসির সরদার ও গোলাম চৌধুরী নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার নাসির সরদার সুলতানশাহী গ্রামের হাসেম সরদারের ছেলে ও গোলাম চৌধুরী কেকানিয়া গ্রামের লায়েক চৌধুরী ছেলে।
গতকাল রবিবার (২৫ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নাসির সরদার থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)র ওসি মো: মুঈদ চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সুলতানশাহী গ্রামের নাসির সরদার বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। তখন আমাদের এসআই ফারুক আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে নাসির সরদার বাড়ি থেকে ২ শত পিচ ইয়াবাসহ নাসির সরদার ও গোলাম চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার দুইজনের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।###
Leave a Reply