গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোঃ রফিক মৃধাকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার রফিক মৃধা গোপালগঞ্জ শহরের বেদগ্রামের হারুন মৃধার ছেলে। গতকাল রবিবার (১১ ডিসেম্বর) আনুমানিক রাত ১ টায় বাইতুন মোকারম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রফিক মৃধাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর টেবিল ৩(খ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড রায় দেয় অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। গোপালগঞ্জ সদর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই গণেশ বিশ্বাস জানান, গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদের দিকনির্দেশনায় ও ওসি তদন্ত শীতল চন্দ্র পালের সার্বক্ষানিক তত্বাবধায়ন করায় আমরা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রফিক মৃধার অবস্থান শনাক্ত করি।
পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও পল্টন থানা পুলিশের সহয়তায় বায়তুন মোকারম থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি রফিক মৃধাকে থানার কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।$$$
Leave a Reply