পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সড়কে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে সাতটি বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।পটুয়াখালীর গলাচিপায় সাতটি বোমা ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনার আগে রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার আশপাশে পরপর তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়।এদিকে বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানাকে (৩২) আটক করেছে পুলিশ। আটক মাসুদ রানা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হাওলাদারের ছেলে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাসুদ রানা এখন রাজনীতিতে সক্রিয় নন বলে দাবি করেন তিনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে পরপর তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ ঘটনার পরপরই ইউনিয়ন ভূমি অফিসের সামনে কয়েকজন পথচারী একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি দেখে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন তৎক্ষণাৎ বিষয়টি ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের অবহিত করেন। তবে কোথায় এ বিস্ফোরণ ঘটেছে, তা স্থানীয় লোকজন কিংবা পুলিশ নির্দিষ্ট করে বলতে পারেনি।
ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত এসে ওই জায়গা ঘিরে ফেলে।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোষিত কুমার গায়েন বলেন, ‘ওই ব্যাগের মধ্যে থেকে টেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেল সদৃশ কৌটা ও চারটি পেট্রল বোমা সদৃশ কাচের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধার বস্তুগুলো প্রকৃত বোমা বা ককটেল কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গতকাল রাতেই গলাচিপা শহরের কলেজ রোড এলাকা থেকে আটক করা হয়েছে। গলাচিপার মতো শান্ত-নিরিবিলি এই জনপদকে অশান্ত করতে কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৎপরতা চালাচ্ছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’###
Leave a Reply