আঃ মজিদ খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ নতুন বছর ঘিরে রেখে সাগরকন্যা কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম হয়েছে। সৈকত এলাকার হোটেল-মোটেলগুলোর অধিকাংশ কক্ষেই রয়েছে পর্যটক। তবে এ সময় আবাসিক হোটেলগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে, সেজন্য কক্ষ ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দিয়েছেন বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি পটুয়াখালীর জেলা প্রশাসক।
এছাড়া কক্সবাজারের মতো কুয়াকাটায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়া হয়। ট্যুরিস্ট, থানা ও গোয়েন্দা পুলিশ আগে থেকেই পর্যটকদের আগমন উপলক্ষে আগাম প্রস্তুতি নিয়ে রাখে বলে জানা গেছে।
হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, থার্টিফাস্ট নাইটে স্থানীয়ভাবে কোনো আয়োজন না থাকলেও সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসসহ কয়েকটি অভিজাত হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য ইনডোরে ডিজে পার্টি, কনসার্ট, ফানুস উৎসব ও খাবারের ওপর বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। নতুন বছরে সমুদ্র সৈকতে বেড়ানোর লক্ষ্য নিয়ে অগ্রিম বুকিং দিয়েও রাখেন অনেক পর্যটক। ফলে প্রথম শ্রেণীর আবাসিক হোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ বৃহস্পতিবারের মধ্যে বুকিং হয়ে যায়।
ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, পায়রা সেতু খুলে দেয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। তবে প্রশাসনের কঠোর নজরদারির কারণে কক্সবাজারে ঘটনায় কোনো প্রভাব পড়েনি কুয়াকাটায়।সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের জেনারেল ম্যানেজার মোঃ আল আমিন বলেন, থার্টিফাস্ট নাইটে পর্যটকদের জন্য ছিল বিশেষ অফার। ১ হাজার ২০০ টাকার টিকিটে ৩০-৩৫ আইটেমের গালা ডিনার। এর সঙ্গে ছিল লাইভ কনসার্ট, ডিজে পার্টি ও ফানুস উৎসব।
এ উপলক্ষে তাদের রিসোর্টের ৬০ ভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে যায়।কুয়াকাটা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার জানান, তাদের সমিতির আওতাভুক্ত আবাসিক হোটেলের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে যায়। তবে কোনো হোটেল মালিক যেন পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারেন এজন্য সার্বক্ষণিক তদারক করা হবে বলে তিনি জানান। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, ইংরেজি নতুন বছরে অসংখ্য পর্যটকের আগমনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে। এছাড়া দর্শনীয় স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, আবাসিক হোটেলগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে এজন্য ভাড়ার তালিকা টানিয়ে রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।###
Leave a Reply