পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সাদ্দাম মালের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২ টায় কুয়াকাটা পৌর শহরের চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানা যায়, ফেসবুক ও ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে সাদ্দাম মাল জনপ্রিয় হন।
গত ২০ নভেম্বর রাতে সাদিকুর রহমান নামের বরগুনার এক পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে সাদ্দাম মালের সহযোগীদের সঙ্গে মারধরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই পর্যটকের অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই পর্যটকের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আমরা প্রথমে তদন্তে নামি।
পরে আমাদের তিনটি টিম প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করি এবং সাদ্দাম মালকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। ###
Leave a Reply