মাদারীপুর প্রতিনিধি >> মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মো. মামুন অর রশিদ-(৬২) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২ জন। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
এদিকে ওই মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন ভূক্তভোগী পরিবার। তবে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত মুক্তিযোদ্ধার ছেলে রাকিবুল বেপারী।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের ওসমান বেপারীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশিদ সকালে তার নিজ বাড়ির সামনে রৌদ্রে বসে ছিলেন এসময় একই গ্রামের নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদার তাকে মোটরসাইকেল চাঁপা দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যায়। এসময় মোটরসাইকেল চালক তোফাজ্জেল ও মোটরসাইকেল আরহী ইমরান আহত হয়। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিহত মুক্তিযোদ্ধা মামুন অর রশিদকে পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন ভূক্তভোগী পরিবার। অপরদিকে এই ঘটনায় মোটরসাইকেল চালক তোফাজ্জেল ও মোটরসাইকেল আরহী ইমরান হোসেনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত মুক্তিযোদ্ধার ছেলে রাকিবুল বেপারী।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে রাকিবুল বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বাবাকে পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করেছে তোফাজ্জেল ও ইমরান। তাই আমি তাদের নামে মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।###
Leave a Reply