আমি ঝোলাভর্তি
এক কাবুলিওয়ালা।
আমি এখান থেকে ওখানে ছুটি।
আমার কেবলি হাটি ফিরি আকাঁবাঁকা পথহাটা।
আমি বেড়াই
গঞ্জে-গ্রামে
আঁধার রাত্রী,
স্যাঁতস্যাঁতে সব গুলি
ইয়া বড় বড়
দালান বাড়ি;
মস্ত বড় বড়
ইশকুল মাঠ!
ঝোলাভর্তি মানুষ আমি
কাঁেধ আমার ঝোল।
ঝোলায় থাকে পেস্থাবাদাম
আর কিচমিচে ভরা।
আমি গলা ফাটাই, আমি মঞ্চ সাজাই
আমি চিৎকার করে চাহি
বাদাম চাই বাদাম, পেস্তাবাদাম, কিচকিচ!
আমি নিথর শহরে
গঞ্জে-গ্রামে
টং দোকানে ভিড় বাড়াই;
আড্ডা জামাই।
আমি এথাঁয় হাটি
এথাঁয় যাই।
বয়ে বেড়াই,
সহজ সরল হেতাই মাথা!
আমি হইচই,
ডেকে হই যে সারা মাতাল।
সুখ চাই সুখ
আমি প্রত্যেহ হেকে বেড়াই।
আমি করি ছন্দের সাথে লিলা খেলা,
আরো করি ছন্দের সাথে মাতামাতি।
আমি করি অসময়বয়সীর সাথে ভাব।
আমি মিলাই গলা
করি সারা,
অপার সুখে
বিলাই ছায়া।
মায়াভরা ছন্দ হারা
অচিন সুখ।
কত্ত কিছু বিক্রি করেও
আয় করি যে
ছন্দ হারা।
আমার কেবলেই পথ চলা
আমি এক কাবুলিওয়ালা।আমি ঝোলাভর্তি
এক কাবুলিওয়ালা।
আমি এখান থেকে ওখানে ছুটি।
আমার কেবলি হাটি ফিরি আকাঁবাঁকা পথহাটা।
আমি বেড়াই
গঞ্জে-গ্রামে
আঁধার রাত্রী,
স্যাঁতস্যাঁতে সব গুলি
ইয়া বড় বড়
দালান বাড়ি;
মস্ত বড় বড়
ইশকুল মাঠ!
ঝোলাভর্তি মানুষ আমি
কাঁেধ আমার ঝোল।
ঝোলায় থাকে পেস্থাবাদাম
আর কিচমিচে ভরা।
আমি গলা ফাটাই, আমি মঞ্চ সাজাই
আমি চিৎকার করে চাহি
বাদাম চাই বাদাম, পেস্তাবাদাম, কিচকিচ!
আমি নিথর শহরে
গঞ্জে-গ্রামে
টং দোকানে ভিড় বাড়াই;
আড্ডা জামাই।
আমি এথাঁয় হাটি
এথাঁয় যাই।
বয়ে বেড়াই,
সহজ সরল হেতাই মাথা!
আমি হইচই,
ডেকে হই যে সারা মাতাল।
সুখ চাই সুখ
আমি প্রত্যেহ হেকে বেড়াই।
আমি করি ছন্দের সাথে লিলা খেলা,
আরো করি ছন্দের সাথে মাতামাতি।
আমি করি অসময়বয়সীর সাথে ভাব।
আমি মিলাই গলা
করি সারা,
অপার সুখে
বিলাই ছায়া।
মায়াভরা ছন্দ হারা
অচিন সুখ।
কত্ত কিছু বিক্রি করেও
আয় করি যে
ছন্দ হারা।
আমার কেবলেই পথ চলা
আমি এক কাবুলিওয়ালা।
Leave a Reply