দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীর শ্রীরামপুর এলাকায় বিউটি আক্তারের মালিকানাধীন হাওলাদার ফুড প্রোডাক্ট বেকারীতে রবিবার দিবাগত রাত আড়াইটায় আগুন পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছার পূবেই সব পুড়ে ছাই হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এ ঘটনায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বেকারীর মালিক। বেকারীর মালিক বিউটি আক্তার আরও জানান, তার সাথে পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার জাকির আলম মিলন এ অগ্নিকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেন মিলন’র কাছে জানতে চাইলে তিনি জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন । অন্য লোকজন তাঁকে ফোন করলে তিনি ঘুম থেকে জাগেন এবং নিজের ঘর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান,অগ্নিকান্ডের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরেছি, ঘটনাস্থল পরিদর্শণ করবো।
Leave a Reply